সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রফিকুর রহমানের ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ জুন ২০২৪, ০০:০০
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. রফিকুর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোর সোয়া ৬টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জ্যেষ্ঠ আইনজীবী ড. রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ দিকে ড. রফিকুর রহমানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ ছিল। সোমবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. রফিকুর রহমান ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৮০-১৯৮১ ও ১৯৯১-১৯৯২ সেশনে দুবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা