১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদানির বিদ্যুৎ বিক্রির বকেয়া টাকা শোধ করা হবে

আদানি পরিচালক-অর্থমন্ত্রীর বৈঠক
-


বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া অর্থ ভারতীয় শিল্পগোষ্ঠী আদানিকে সরকার দিতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, আমরা তো বলিনি তাদের ‘পাওনাদাওনা’ দেবো না।
গতকাল বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সফররত আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক (ফুল টাইম ডিরেক্টর) প্রণব বিনোদ আদানির সাথে বৈঠকের পর অপেক্ষমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। প্রণব আদানি গতকাল ভারত থেকে বাংলাদেশে আসেন। এসেই তিনি বিমানবন্দর থেকে বিকেল ৫টায় সরাসরি অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি অর্থমন্ত্রীর সাথে প্রায় আধঘণ্টা আলোচনা করেন। এ সময় অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন। এর পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণব আদানি বলেন, আলোচনার সময় বলা হয়েছে, বাংলাদেশে অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে। আমরা এই সুযোগগুলো খতিয়ে দেখছি। আদানির বকেয়া পাওনা নিয়ে অর্থমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে তিনি, ‘আমার দেরি হয়ে যাচ্ছে’ এই কথা বলে তিনি লিফট দিয়ে নিচে নেমে যান।
এ দিকে আলোচনার বিষয় সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের দু-তিনটি প্রশ্নের উত্তর দেন। আদানি বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো দেখছে, তারা এখানে বিনিয়োগ করতে চায়- এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের বিনিয়োগ তো আমরা ওয়েলকাম করি। তারা তো এখানে বিনিয়োগ করেছে। তারা আরো এখানে বিনিয়োগ করতে চায়। বৈঠকে আদানির পাওনার বিষয়ে কোনো কথা হয়েছে কি না- এ প্রশ্নে অর্থমন্ত্রী ‘না’ সূচক মন্তব্য করে বলেন, আমরা তো বলিনি পাওনা দেনা দেবো না।

জানা গেছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশের বকেয়া রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এর মধ্যে আদানির বকেয়ার পরিমাণ তিন হাজার ৬৩৭ কোটি টাকা। তবে এটিও পুরো বকেয়া নয়, কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ আরো বেশি অর্থ পায়।
সংশ্লিষ্ট এক সূত্র জানায়, আদানি পাওয়ারের সেপ্টেম্বরের আংশিক এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসের পুরো বিল বকেয়া রয়েছে। এ সময়ে কোম্পানিটির মোট বকেয়ার পরিমাণ ছিল তিন হাজার ৬৩৭ কোটি টাকা। এর সাথে মার্চ এপ্রিল ও মে মাসের হিসাব যোগ করা হলে বকেয়ার পরিমাণ আরো বাড়বে।
উল্লেখ্য, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপের সাথে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বিপিডিবি। চুক্তি অনুসারে কেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী কেন্দ্রটির প্রথম ইউনিটের সিংক্রোনাইজিং থেকে শুরু করে বাণিজ্যিক উৎপাদনে (সিওডি) যাওয়ার আগ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যয় বিপিডিবিকে দিতে হচ্ছে। তবে পরীক্ষামূলক উৎপাদন শুরুর আগেই এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার যে দাম ধরা হয়েছিল, তা নিয়ে আপত্তি তোলে বিপিডিবি। অনেকে আদানির সাথে করা বিদ্যুৎ ক্রয়চুক্তি বাংলাদেশের স্বার্থে অনুকূলে নয় বলে মন্তব্য করেছে।


আরো সংবাদ



premium cement
রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা

সকল