জালভোট সংঘর্ষ মৃত্যু অনিয়মে ২য় ধাপে উপজেলা ভোট সম্পন্ন
- বিশেষ সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৫৬টিতে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। ভোটারের খরা, জালভোট প্রদান, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি, গ্রেফতার, প্রিজাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। তবে সিংহভাগ বা ১৩২টি নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অনেকটা হতাশার সুরে বলেছেন, ৩০ শতাংশেরর বেশি ভোট পড়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
নির্বাচন কমিশনের ও মাঠের সাংবাদিকদের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় গণমাধ্যমে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। তাদের দ্বারা গণমাধ্যমকর্মীরা হেস্তন্যাস্ত হয়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টায় বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই একই ভোটকেন্দ্রে ইউসুফ মণ্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী জামিল হাসানের এক কর্মীকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন।
শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক আহতের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী হাজী মুহাম্মদ ইদ্রিস ফরাজির সমর্থকদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
জাজিরায় সংঘর্ষে প্রার্থীসহ ১০ জন আহত
শরীয়তপুর প্রতিনিধি জানান, জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিওধারণ করতে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ ইদ্রিস ফরাজির সমর্থকদের হামলায় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম রতন, স্থানীয় ছয় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ভোটকেন্দ্রেটি প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল।
সাংবাদিক পলাশ খান বলেন, আমরা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছিলাম। মোটরসাইকেল টওতীকের সমর্থকরা ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করছেন এমন খবরের চিত্র ধারণ করতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইদ্রিস ফরাজির ভাই ইমন ফরাজীর নেতৃত্বে ৫০-৬০ জন আমাদের ওপর হামলা চালায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, আনুমানিক বেলা ১১টার দিকে ভোটকেন্দ্রে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করে অন্য কেন্দ্রে চলে যাই। এ বিষয়ে আমরা পরিস্থিতি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সাভারে ভোটারশূন্য কেন্দ্র
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, ভোটার শূন্য কেন্দ্রের বাইরে বসে মোবাইল দেখে অলস সময় পার করছে আনসার সদস্যরা। আর কেন্দ্রের অভ্যন্তরে ভোটারের অপেক্ষায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা। কিন্তু সারাদিনব্যাপী কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়েনি। গতকাল মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়দের অভিমত নির্বাচনের মূল আকর্ষণ হলো চেয়ারম্যান। সেখানে সাভারে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হওয়ায় ভোটের আমেজে খানিকটা ভাটা পড়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার আকৃষ্টে ব্যর্থ হয়েছেন তারা।
ভোটারদের উপস্থিতি কম গাইবান্ধায়
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার লাইন চোখে পড়েনি। এমনকি কিছুক্ষণ পর পর ২/১ জন করে ভোটারকে ভোট দিতে আসতে দেখা গেছে। প্রতিটি ভোট কেন্দ্রেরই একই অবস্থা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। তবে কোথাও কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ১২৩টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এসব ভোট কেন্দ্রে এক লাখ ৪৫ হাজার ৮৬ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট দুই লাখ ৯৭ হাজার ৬০০ সাতজন ভোটার থাকলেও সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
তবে বেলা ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইডে ১২৩ কেন্দ্রে গড়ে ২৬ পার্সেন্ট ভোট কাস্ট দেখানো হয়েছে।
ভোটকেন্দ্রে কুকুর আর ছাগল
জামালপুর প্রতিনিধি জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে জামালপুরে ইসলামপুরের কয়েকটি ভোটকেন্দ্রের মধ্যে মলমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট না থাকায় ঘোরাঘুরি করছে কুকুর। উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র ইসলামপুর সরকারি কলেজকেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় তৃণভোজ করছে কয়েকটি ছাগল। গাইবান্ধা ইউনিয়নের আর গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধান মাড়াই করেছেন কৃষকরা। সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট হাইস্কুল কেন্দ্রের যেখানে সারিবদ্ধ ভোটার লাইনে থাকার কথা সেখানে পড়ে আছে ফাঁকা মাঠ ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায় ইসলামপুরে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।
নেত্রকোনায় ভোটকেন্দ্র ফাঁকা
নেত্রকোনা প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল হাতেগোনা। ফাঁকা ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বরতদের অলস সময় পার করতে দেখা যায়। তবে যেসব ভোটার ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন তাদের মধ্যে কোনো উৎসাহ দেখা যায়নি। প্রার্থীদের মধ্যেও ছিল না কোনো উৎসাহ। ছিল দুশ্চিন্তার কালো ছাপ। নির্বাচনের আগে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েও ভোটকেন্দ্রে টানা যায়নি ভোটারদের।
সোনারগাঁওয়ে জাল ভোট দেয়ায় ৬ মাসের কারাদণ্ড
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় হাতেনাতে আটক হয় আবু হানিফ (১৯) নামে এক যুবক।
গতকাল মঙ্গলবার বারদী ইউনিয়নের দরলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচ হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত আবু হানিফ সোনারগাঁওয়ের কবির হোসেনের ছেলে। সে প্রবাসী জুয়েল আহম্মেদের ভোট দিতে এসে ধরা পড়ে।
আড়াইহাজারে এজেন্টকে মারধর
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার দোয়াত-কলম প্রতীকের এজেন্টকে মারধর করায় জাইদুল করিমকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আড়াইহাজারের সম্ভুপুরা হাইস্কুলে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত জাইদুল করিম ভুঁইয়া আড়াইহাজারের লক্ষ্মীপুরার জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার ভাই। জানা যায়, খাগকান্দা ইউনিয়নের ভোটকেন্দ্র নং ১২০ এ ভোট চলাকালীন সময়ে এজেন্ট মো: মাঈনুল ইসলামের সাথে মো: জাইদুল করিম ভুঁইয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুল ইসলামকে মারধর করেন জাইদুল। এসময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।
সহকারী প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বুথে ভোটার না থাকায় কেন্দ্রের ভিতরেই ব্যালট পেপার খোলা রেখে ঘুমাচ্ছেন এক সহকারী প্রিজাইডিং অফিসার। মঙ্গলবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের পুরুষকেন্দ্রের এক নম্বর বুথের ভোটকক্ষে ঘুমাচ্ছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার মো: আলেকচান মিয়া। দায়িত্বরত অবস্থায় কেন ঘুমাচ্ছেন, এর কারণ জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার আলেকচান মিয়া জানান, ভোটার না থাকায় কাজও নেই। তা ছাড়া দুপুরের খাবার খেয়ে অলসতা অনুভব করায় ঘুমিয়ে পড়েছিলেন।
আলেকচান মিয়া ঠাকুরগাঁও শহরের আর, কে স্টেট উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলেও জানান তিনি।
সৈয়দপুরে কুকুরের আয়েশি অবস্থান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার নাই। তাই নিরিবিলি পরিবেশে ভোটকেন্দ্র স্কুল মাঠে আয়েশে অবস্থান করছে কুকুর। এমনই চিত্র ধরা পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌর এলাকার বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বেলা দেড়টার সময় সরেজমিন এই দৃশ্য ক্যামেরাবন্দী করা হয়। এসময় ওই কেন্দ্রে কোনো ভোটারকে ভোট দিতে দেখা যায়নি।
শুধু ভোট গ্রহণ কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মরিয়ম নেসা জানান, বেলা ২টা পর্যন্ত এখানে মোট ভোট পড়েছে ৩১৫টি। মোট ভোটার সংখ্যা ২২৮৬। ভোট গ্রহণের হার শতকরা ১৩ ভাগ।
এদিন সৈয়দপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ক্যান্ট. বোর্ড হাইস্কুল কেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ১.৩০টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৩৪ জন। ভোট গ্রহণ শেষে বিকেল ৪টায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ জনে। শতকরা ১.৯৫ ভাগ, যা সৈয়দপুরে নতুন রেকর্ড। ইতঃপূর্বে গত জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৪ শতাংশ।
কক্সবাজারের ঈদগাঁওতে এক যুবক নিহত
কক্সবাজার অফিস জানায়, কক্সবাজারে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষের দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে।
টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম।
পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরাপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে সফুর আলম।
অপরদিকে দুপুর ১টার দিকে প্রায় ৩০ টি কেন্দ্রে টেলিফোন প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাও স্টেশনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। এ সময় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় বিজিবি পুলিশ ও র্যাবের সাথে বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয়।
কেন্দ্র দখল নিতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের ৫ জন নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়ের কর্মীরা চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অবস্থান করছিল। বিজয়ের কর্মীরা মোটরসাইকেল প্রতীক ও সিএফসির কর্মীরা ঘোড়া প্রতীকের পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিজয়ের নেতা সালাহ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে সিএফসির কর্মীরা।
এ ঘটনায় দুই পক্ষের কর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া পালটা-ধাওয়া, প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং রামদা ও লাঠিসোঁটা হাতে মহড়া দিতে দেখা যায়। ইটের আঘাতে সিএফসির ৪ কর্মী ও বিজয়ের ১ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, দ্বিতীয় দফায় কুষ্টিয়ার ৪টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মিরপুর ও কুমারখালী উপজেলার কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেলেও এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। দৌলতপুর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৬টি মহিলা বুথের একটিতে ভোট পড়ে ৬টি। সারা দিন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে একই চিত্র। ভোটার উপস্থিতি একেবারেই ছিল না। তবে বিভিন্ন কেন্দ্র দখল করে ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ এনে দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান দুপুরের পর নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। এদিকে কুমারখালী ও মিরপুর উপজেলার পোড়াদহের একটি কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।
জৈন্তাপুরে নিরুত্তাপ ভোট গ্রহন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলার কেন্দ্রগুলোতে দুই ঘণ্টা পেরুলেও ভোটার উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। কোনো কোনো কেন্দ্র যেন ভোটারশূন্য।
সরেজমিনে সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার তেলীজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই ভোটকেন্দ্র শুধু একজন আনসার সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা বসে আছেন। কোনো ভোটার নেই। ভোটারদের আনাগোনা একেবারই কম রয়েছে উপজেলার মাওলানা আবদুল লতিফ-জুলেখা গার্লস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা।
রাজশাহীতে সংঘর্ষে আহত ৯, আটক ১
রাজশাহী ব্যুরো ও দুর্গাপুর সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দু’টি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ছাড়া ভোটারদের ভোটদানে বাধাদান ও হুমকি-ধমকির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর আগে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। আর পানানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হন একজন।
আহতরা হলেন গোপালপুর গ্রামের আজের, আজাদ, শহিদুল, শুকচান, মিঠু, আব্দুর রাজ্জাক ও সান্টু এবং পানানগর গ্রামের শিহাব। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ দিকে উপজেলার নান্দিগ্রাম দারুস সালাম আলিম মাদরাসা কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও হুমকি-ধমকির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি নান্দিগ্রামের বাসিন্দা আতাহার আলী (৪২)।
ভোট চাওয়ায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, দেবীগঞ্জে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্রনাথ রায়কে এমন অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তিনি মল্লিকাদহ উত্তর বালাপাড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে অভিযোগ আসার পরে আমরা সেই কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে ভোট দিতে আসা এক ভোটারের কাছে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মদন মোহন রায়ের পক্ষে ভোট চান সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্রনাথ রায়।
আচরণবিধি লঙ্ঘনে আ’লীগ নেতার সাজা
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আছাদুল ইসলাম। মঙ্গলবার উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। আদেশ দেয়ার পরই ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত প্রফুল্ল কুমার মণ্ডল চরবানিয়ারি এলাকার মৃত আদিত্য মণ্ডলের ছেলে ও চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেয়া হয় বলে জানা গেছে।
খুলনায় ব্যালটে গণসিল
খুলনা ব্যুরো জানায়, খুলনার তিন উপজেলায় গতকাল মঙ্গলবার কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই খুব কম ভোটারের ভোটদানের মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এরই মধ্যে ফুলতলা উপজেলার দুই ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বই ছিনিয়ে নিয়ে গণহারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে প্রিজাইডিং অফিসার সেসব ভোট বাতিল করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক মহিলাকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপর দিকে, ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে নিরুত্তাপ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কোথাও ভোটারের লাইনও চোখে পড়েনি।
ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রত্যদর্শীরা জানান, সকালে ফুলতলা উপজেলার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (পশ্চিম পাশের ২ তলা ভবন) এক মহিলা একটি বুথে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে ৩৩টি ব্যালটে সিল মারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। একই উপজেলার আনন্দ নিকেতন মডেল স্কুল ভোটকেন্দ্রের একটি কক্ষে কয়েকজন যুবক প্রবেশ করে ১৯টি ব্যালট পেপারে সিল মারে। তার মধ্যে পাঁচটি ব্যালট বক্সে ঢুকিয়ে দেয় এবং ১৪টি ব্যালট বক্সে ঢুকাতে পারেনি। একই ঘটনা ঘটে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম পাশের ২ তলা ভবন কেন্দ্রে। কয়েকজন যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বই ছিনিয়ে নেয়। তারা ৫১টি ব্যালট পেপারে সিল মারে। যার মধ্যে ১০টি ব্যালট বক্সে ঢুকিয়ে দেয় এবং ৪১টি ব্যালট বাইরে পড়ে যায়।
নোয়াখালীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক
নোয়াখালী অফিস জানায়,নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোটে সহযোগিতা করার অভিযোগে গতকাল মঙ্গলবার দুই সহকারী প্রিসাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে দুপুরে জাল ভোট দিতে আসেন। তখন কেন্দ্র পরিদর্শনে যাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে বিষয়টি ধরা পড়ে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও মো: কামাল উদ্দিন এবং চারজন পোলিং কর্মকর্তা মো: সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেয়া হয় এবং সেখানে নতুন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযুক্ত ৬ কর্মকর্তাকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়।
চাটখিলে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানপ্রার্থীর ভোট বর্জন
এদিকে কেন্দ্র থেকে সব এজেন্টকে বের করে দেয়া, ব্যালটে প্রকাশ্যে সিলমারা, ভুয়া এজেন্ট সাজিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খান ।
মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খানের অভিযোগ, মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ১৫ মিনিট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এরপরই উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের জোরপূর্বক দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের লোকজন জোরপূর্বক বের করে দেন। একই সময় বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকে ভুয়া এজেন্ট বসিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করা হয় এবং ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোরপূর্বক দোয়াত-কলম প্রতীকে সিল মারা হয়। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের লোকজন প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় আগেই ব্যালট পেপারের সিল মেরে রেখেছেন। এ পরিস্থিতিতে তিনি ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীপুরে শিক্ষককে ৩ দিনের জেল
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ভোটারদের জোরপূর্বক ভোট দেয়ার চেষ্টা এবং ওপেন প্রচারণার অভিযোগে এক শিক্ষককে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু। দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িতপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
সাংবাদিকের সাথে খারাপ আচরণ প্রিজাইডিং অফিসারের
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, স্যার না বলায় চটে গিয়ে সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেছেন প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে নীলমণিগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এ ছাড়া কেন্দ্রের বাইরে ভোটারদের ভিডিও সংগ্রহের সময় বাধা দেন ওই প্রিজাইডিং অফিসার। মঙ্গলবার সকাল ১০টার দিকে নীলমণিগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
নাগরিক টেলিভিশন ও জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক বলেন, আমি ওই কেন্দ্রের ভোটার। আমি প্রথমে ভোটার হিসেবে ভোট দেই। এ সময় আমার ক্যামেরাপারসন সাকিব আল হাসান কেন্দ্রের বাইরের ফুটেজ সংগ্রহ করছিলেন। এতে প্রিজাইডিং কর্মকর্তা বাধা দেন। পরে আমি সংবাদকর্মী পরিচয় দিয়ে তাকে ভাই সম্বোধন করি। এ সময় ‘স্যার’ না ডাকায় তিনি চটে যান এবং খারাপ আচরণ করেন। এটা দুঃখজনক ঘটনা। এরপর আমি রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান বলেন, এখন আমার কথা বলার সময় নেই, ভোটের কাজে ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা