ভারতীয় ঋণে চসিকের সড়কবাতির আধুনিকায়ন
- বিশেষ সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
ভারতের ঋণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সড়কবাতির আধুনিকায়ন করা হবে। এ লক্ষ্যে ‘মর্ডানাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম অ্যাট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। একটি ভারতীয় কোম্পানিকে এই কাজ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। প্রস্তাবটি টেবিলে উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো: মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় নমনীয় ঋণের আওতায় চসিক কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্পের চুক্তিমূল্য ২৫৮ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৭০৯ টাকা। সুপারিশকৃত দরদাতা ভারতের সাপুর্জি পালোনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। তিনি আরও জানান, সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে এর আওতায় টিসিবি)র জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়া হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।
বৈঠকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত-এর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বিসিআইসি এ সার ক্রয় করবে।
এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পল্লী এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে ১ লাখ ২৬ হাজার ৩৫৬টি বিদ্যুৎ খুঁটি ও বৈদ্যুতিক তার কেনা সংক্রান্ত ৪টি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৩ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৩৭০ টাকা।
অপর দিকে প্রকল্পের লট-২ এর আওতায় কেনা হবে আরো ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পোলগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৩৭ টাকা।
প্রকল্পের আরেকটি প্যাকেজে ১১ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৩ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৩১৯ টাকা। আরেকটি প্যাকেজের আওতায় ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৮ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা।
আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পাচ্ছেন আরও ২০ হাজার ভূমি ও গৃহহীন মানুষ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এর আওতায় পঞ্চম ধাপে আরও ২০ হাজার গৃহহীণ ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছেন।
সচিব মো: মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫২০ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। পঞ্চম পর্যায়ের অবশিষ্ট আরও ২০ হাজার ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হবে। ঘরগুলো ইতোমধ্যে হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা