১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ

মংডুতে তুমুল লড়াই : জান্তা ঘাঁটির পতন : রোহিঙ্গা হত্যার অভিযোগ আরএসও’র
-


মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সেখানকার সশস্ত্রবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। প্রচণ্ড গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে উঠে এপারের সীমান্ত জনপদ। ওপারে রোহিঙ্গা মুসলমানরা রয়েছেন চরম আতঙ্কে। সঙ্ঘাতময় এ পরিস্থিতিতে রোহিঙ্গা মুসলিমদের কয়েকটি গ্রামে বিদ্রোহীরা হামলা ও অগ্নিসংযোগ করেছে।
এ দিকে আরাকান আর্মি (এএ) বলেছে যে, শনিবার উত্তর রাখাইন রাজ্যের শহরে সরকারের কৌশলগত সামরিক কমান্ডের পতনের পর বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাং টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। ইরাবতির খবরে বলা হয়, আরাকান আর্মির দাবি অনুসারে, সশস্ত্র গ্রুপটি শনিবার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৩৪, ৩৪৫ ও ৩৫২, আর্টিলারি ব্যাটালিয়ন ৩৭৮ এবং একটি লজিস্টিক ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নসহ টাউনশিপের অবশিষ্ট জান্তা বাহিনীর দুর্গগুলোও দখল করেছে। আরাকান আর্মি বলেছে, বুথিডাং শহরের বাইরে তাদের সাথে পিছু হটতে থাকা জান্তা সৈন্য এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

অন্য দিকে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) জানিয়েছে, আরাকান আর্মি নিরীহ রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর যে সন্ত্রাস চালাচ্ছে। রোহিঙ্গাদের গ্রামে ইচ্ছাকৃত হামলা আরাকান আর্মির সন্ত্রাসবাদের বিশুদ্ধ কাজ ছাড়া আর কিছুই নয়। আরএসও আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার জন্য জাতিসঙ্ঘ, ওআইসি ও আসিয়ানভুক্ত সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
আরএসও গতকাল তাদের এক্স বার্তায় বলেছে, সব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা এবং এর অন্তর্ভুক্ত দেশগুলোর উচিত আরাকান আর্মির সন্ত্রাসী নেতাদের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করা। একই সাথে শতাব্দীর অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্যও আহ্বান জানিয়েছে আরএসও।

আরএসও তাদের এক্স বার্তায় উল্লেখ করেছে, বুথিডাং টাউনশিপের চারটি গ্রাম জাব্বোর পাড়া, নাট খিয়াং দাউং পাড়া, তাত মিন চাউং পাড়া, কেন ফিউ চাউং পাড়া আরাকান আর্মি পুড়িয়ে ছাই করে ফেলেছে। আনুমানিক এক হাজার ২০০ রোহিঙ্গা বর্তমানে মংডুতে আটকে আছে এবং সন্ত্রাসী আরাকান আর্মির দ্বারা তারা জীবনহানির হুমকির মুখে রয়েছে।
আমাদের উখিয়া সংবাদদাতা জানিয়েছেন, মংডু ফিয়াজিপাড়া এলাকার আবদুল্লাহ মোবাইল ফোনে রোহিঙ্গা শিবিরে থাকা তার খালা সেতারা বেগম ও খালু সোলতান আহমেদকে জানান, গত শনিবার রাতে বিদ্রোহী আরাকান আর্মি তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এদের হামলায় অনেকে নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে পাহাড়ি পথ দিয়ে পালানোর সময় প্রায় সাড়ে চার শ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব রোহিঙ্গা প্রাণ বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইলিয়াছ নামের আরেক রোহিঙ্গা বলেন, মিয়ানমারের মংডু জেলার বুচিদং থানার টেটমিনসৌং ও কেপ্রুদৌং গ্রাম দু’টির উত্তর-দক্ষিণ ও পূর্বে মিলিটারির ব্যারাক ছিল। বিদ্রোহীদের হামলার মুখে জান্তা বাহিনী পালিয়ে গেলে গত ১৭ মে দিবাগত রাত ১০টার দিকে ৫০ জনের একটি এবং ১৩ জনের অন্য একটি গ্রুপ এই দুই গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি রকেট লাঞ্চার থেকে ফায়ার করতে থাকে এবং ঘরবাড়ির ওপর পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অসংখ্য নারী ও শিশু ও পুরুষের লাশ পড়ে থাকে। এ ঘটনার পর এই দুই গ্রামের ১৫ হাজারের মতো নারী-পুরুষ ও শিশুরা দিগি¦দিক পালিয়ে যায়। এদের মধ্যে সাড়ে চার শ’ নারী-শিশু ও পুরুষের বহর মংডু জেলা শহরের দিকে পালিয়ে যাওয়ার সময় কালা পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের ঘেরাও করে ফেলে এবং নারী-পুরুষ পৃথক করে নির্জন স্থানে নিয়ে যায়। মগ বাগি বা আরাকান আর্মির সদস্যরা তাদের মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোলতান আহমদ বলেন, আপনারা যাদের আরাকান আর্মি বলেন আমরা তাদের মগবাগি বলি। মগবাগি মানে কি জানতে চাইলে তিনি বলেন, মগবাগি মানে মগ সন্ত্রাসী। এরা সেখানকার সন্ত্রাসী গ্রুপ। এরা মগ। এরা কোনো দিনই মুসলমানদের পক্ষ হতে পারে না।

তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে মিয়ানমারের উগ্রপন্থী মগ আর নাসাকা বাহিনী মিলে আমাদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। এখনো কোনো মুসলমান রোহিঙ্গা সেখানে নিরাপদ নয়। এরই মধ্যে দুই শ’ থেকে তিন শ’ রোহিঙ্গার লাশ পড়ে রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। মংডু থেকে বাশার নামের আরেক রোহিঙ্গা যুবক জানান, আমরা প্রাণ রক্ষার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ দিকে নাগাকুরার একটি সূত্র জানিয়েছে, মিলিটারিদের হাতছাড়া হওয়া ব্যাটালিয়ন সদর পুনরুদ্ধারের জন্য বিদ্রোহীদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। বিদ্রোহীরা ঘাঁটি ছাড়তে নারাজ হওয়ায় স্থানীয় রোহিঙ্গা মুসলিম নাগরিকদের সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। তাদের যাওয়ার জায়গা না থাকায় সেখানেও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছে।

ক্যাম্পের রোহিঙ্গা নারী সেতারা, জান্নাত আরা ও মরিয়ম বলেন, এখনো অনেক আত্মীয়স্বজন মিয়ানমারে রয়েছে। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। আমরা রোহিঙ্গা জাতি কোনো সময় ভালো ছিলাম না। সব সময় আমাদের ওপর অন্যায় ও জুলুম করা হয়েছে।
এর আগে ইরাবতি নিউজ জানিয়েছে, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাং দখলের দাবি করে বলেছে, গ্রুপটি এই সপ্তাহে টাউনশিপে চারটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদর দফতর এবং দু’টি সীমান্ত রক্ষী ঘাঁটি দখল করেছে।
২ মে আরাকান আর্মি টাউনশিপে অপারেশন কমান্ড ১৫ দখল করে, ডেপুটি কমান্ডার এবং তাদের পরিবারের সদস্যদেরসহ শত শত সৈন্যকে বন্দী করে।
৩ মে গ্রুপটি টাউনশিপে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫১১ হেডকোয়ার্টার দখল করে। জান্তা ৬ মে শহরের প্রবেশপথে একটি প্রধান সড়ক সেতু উড়িয়ে দেয়।

আরাকান আর্মি উল্লেখ করেছে, তারা মার্চ ও এপ্রিল মাসে বুথিডাং টাউনশিপে তিনটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদর দফতর দখল করেছে। থান্ডওয়ে টাউনশিপে আরাকান আর্মি ও জান্তার মধ্যে লড়াই অব্যাহত রয়েছে, যেখানে পর্যটন গন্তব্য এনগাপালি বিচ রয়েছে।
এএ বলেছে যে তারা গত বছরের নভেম্বর থেকে প্রতিবেশী দক্ষিণ চিন রাজ্যের বেশ কয়েকটি কমান্ড সেন্টারসহ প্রায় ১৮০টি জান্তা ঘাঁটি এবং রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে সাতটি, অন্য তিনটি শহর এবং পুরো পালেতওয়া টাউনশিপ দখল করেছে।
জান্তা বিমান বাহিনী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন গ্রাম, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় স্থানসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে বলে ইরাবতির খবরে উল্লেখ করা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল