১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

-

বান্দরবানের রুমা উপজেলার রনিনপাড়ার কাছে ডেবাছড়া এলাকায় একটি আস্তানায় অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছে। গতকাল রোববার সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী জানিয়েছেন যৌথবাহিনী থেকে আমরা তিনটি লাশ খুঁজে পেয়েছি। ময়নাতদন্তের জন্য সেগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বা যৌথবাহিনী থেকে লাশের পরিচয় পাওয়া না পেলেও কেএনএফ তাদের ফেসবুকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিহত তিনজন তাদের সংগঠনের সদস্য নয়। যৌথবাহিনী সেখানে অভিযান চালালে তারা বোমা হামলায় নিহত হয়। তারা যাদের নাম পরিচয় দিয়েছে সেগুলো হল রনিনপাড়ার বাসিন্দা এডিথাং বম (২৪) রুয়ালসাংনুয়াম বম (২৩) ও রুয়ালমিনলিয়ান বম (২০)। তারা তিনজনই শিক্ষার্থী বলে কেএনএফ দাবি করেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, ডেবা ছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানা গেড়ে সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর সেখান থেকে কেএনএফের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর আশপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালি ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪টি অস্ত্র, গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৮ সদস্য নিহত ও ৮৭ জনকে আটক করা হয়েছে।

সন্ত্রাসী তৎপরতা প্রতিবাদে মানববন্ধন : কেএনএফের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে বম সম্প্রদায়ের নারী-পুরুষ। বিকেলে শহরের উজানিপাড়া টাইরানাস হল প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ঐপার বম, লালপেকথার বম, ঞুনচুয়ান বম, তুয়ারনেম বম, জর্জিলনচিও প্রমুখ। ব্যানার ফেস্টুন নিয়ে তারা মানববন্ধনে অংশগ্রহণ করে। বক্তারা কেএনএফকে সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। সেই সাথে বম সম্প্রদায়ের গ্রামগুলোতে খাদ্য সরবারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement