১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২ ব্যারিস্টারের চমক

-


লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ ও ব্যারিস্টার মুসতাক আহমদ কর্মগুণে চমক সৃষ্টি করেছেন। তারা উভয়ে জনপ্রিয় কাউন্সিলর হিসেবে যেমন আলোকিত, একইভাবে খ্যাতিমান আইনজীবী হিসেবেও সমধিক আলোচিত।
গত বুধবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের হোয়াটচ্যাপল রোডের টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে ২০২৪-২৫ বর্ষের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ। ইতঃপূর্বে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। আর ব্যারিস্টার মুসতাক আহমদ ক্যাবিনেট মেম্বার (জবস্, স্কিলস্ অ্যান্ড গ্রোথ) হয়েছেন। আগে ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ কাউন্সিলর জাহেদ বখত চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। বার্ষিক সাধারণ সভায় স্পিকার পদে নাম প্রস্তাব ও সমর্থন করার পর হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হয়। নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টির ২৪ কাউন্সিলার, নির্বাহী মেয়র, কনজারভেটিভ পার্টি ও গ্রিন পার্টির কাউন্সিলরসহ মোট ২৭টি ভোট লাভ করেন ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ। এসময় লেবার পার্টি কোনো বিরোধিতা না করে ভোটদানে বিরত থাকে।

ব্যারিস্টার খালেদকে স্পিকার নির্বাচিত করায় কাউন্সিলরদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাওয়ার হ্যামলেটসের মতো একটি ঐতিহ্যবাহী বারার স্পিকার নির্বাচিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে কাউন্সিলের সিভিক দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালনে সচেষ্ট থাকব। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরকে ব্রিটেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করতে সচেষ্ট থাকব।
সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটসের ফিল্ডগেট স্ট্রিটে অবস্থিত আইনি সেবা প্রতিষ্ঠান ‘কেপিপি ব্যারিস্টার চেম্বার্স’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে এলএলএম এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার থেকে এলপিসি সম্পন্ন করে সলিসিটর হিসেবে আইন পেশায় যোগ দেন। তারপর ২০১১ সালে লিংকন ইন থেকে বার-এট-ল (ব্যারিস্টার) অর্জন করেন। ২০০৩ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আসার আগে তিনি এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
রাজনৈতিক জীবনে ব্যারিস্টার খালেদ ২০২২ সালের মে মাসে টাওয়ার হ্যামলেটসের ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হন। ২০২৩ সালে কাউন্সিলের ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হন। ২০২৪ সালে কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়ে সাফল্যের ধারাবাহিকতায় চমক সৃষ্টি করেছেন।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মাস্টার ও রাবিয়া খানম তাপাদারের সুযোগ্য সন্তান সায়েফ উদ্দিন খালেদের দেশে বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে। সৈয়দা সাইফা খালিক তার প্রিয়তমা। তিনি হাসান খালেদ মোস্তফা ও জুমানা খালেদ মোস্তফার সফল বাবা।
ব্যারিস্টার মুস্তাক আহমদ ২০২২ সালের মে মাসে টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বারার বাংলাদেশী কাউন্সিলরদের মাঝে সর্বোচ্চ ভোট পেয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন। এরপর ২০২২ ও ২০২৩ সালে কাউন্সিলের ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪-২৫ সালের জন্য জবস্, স্কিলস্ অ্যান্ড গ্রোথ বিভাগের দায়িত্ব নিয়ে ক্যাবিনেট মেম্বার মনোনীত হয়েছেন।

ব্যারিস্টার মুস্তাক টাওয়ার হ্যামলেটস কলেজ ও কুইন মেরি-ইউনিভার্সিটি অব লন্ডনে অধ্যয়ন শেষে ইউনিভার্সিটি অব ল থেকে এলএলবি অনার্স এবং বার-এট-ল ডিগ্রি করেন। তারপর বিখ্যাত ইনার টেম্পল থেকে কল-টু-বার নেন। একই সময়ে তিনি ডিপ্লোমা অব পাবলিক সার্ভিস ইন্টারপ্রিটেশন (উচঝও), মেট্রোপলিটন পুলিশের ইন্টারপ্রিটেশন পরীক্ষা এবং ভাষাবিদ ইনস্টিটিউট থেকে অনুবাদে স্নাতকোত্তর ডিপ্লোমা (ডিপট্রান্স) করেন।
ব্যারিস্টার মুস্তাক ইমিগ্রেশন তথা অভিবাসন সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতার আলোকে আইন পেশায় যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। বর্তমানে বিলেতে বাংলাদেশী কমিউনিটির অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত ল’ম্যাটিক সলিসিটর্স-এ সিভিল লেটিগেশন বিভাগের প্রধান হিসেবে আইনি সেবায় নিয়োজিত আছেন। সিভিল আইনের জটিলতা সম্পর্কে সহজাত বোধগম্যতা এবং পুলিশ স্টেশনে বন্দীদের সহায়তা করার ক্ষেত্রে বিশেষ সক্ষমতার অধিকারী মুস্তাক আহমদ কমিউনিটির প্রয়োজনে সেবা দিতে পারাকে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ মনে করেন। তিনি ইংরেজি, বাংলা, সিলেটি, উর্দু ও হিন্দিতে সাবলীলভাবে কথা বলেন।

নিবেদিতপ্রাণ সমাজসেবী ব্যারিস্টার মুস্তাক দীর্ঘদিন স্কুল গভর্নর ছিলেন। পুলিশ হেফাজতে ভিজিটর প্যানেলের সদস্য এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্কের নির্বাহী সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে তিনি ইস্ট অ্যান্ড সিটিজেনস অ্যাডভাইস ব্যুরোর সদস্য, ইস্ট অ্যান্ড কমিউনিটি ফাউন্ডেশনের সদস্য, বিশপ্সওয়ে কমিউনিটি সেন্টার ইউকের সেক্রেটারি জেনারেল, জালালপুর অ্যাডভান্সমেন্ট কমিটি ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাধারণ সম্পাদক।

সিলেট শহরতলি দক্ষিণ সুরমা জালালপুর এলাকার খতিরা নিবাসী মরহুম হাজী মো: ইব্রাহিম বেগ ও হুসনেয়ারা বেগমের সন্তান ব্যারিস্টার মুস্তাক আহমদ একজন দৃঢ়চেতা সংগঠক। তার দুই ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে ছেলে সিটি ল স্কুল থেকে এলএলবি অনার্স করে সলিসিটর হিসেবে কাজ শুরু করেছে। মেয়ে কিংস কলেজ থেকে এলএলবি করছে।
এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর সুলুক আহমদ। ব্যারিস্টার মুসতাক আহমদ ছাড়াও ক্যাবিনেটে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন কাউন্সিলর শাফি আহমেদ (এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমার্জেন্সি) এবং কাউন্সিলর কামরুল হোসেইন (রিক্রিয়েশন অ্যান্ড কালচার)। নতুন ক্যাবিনেটে আরো রয়েছেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার (লিড মেম্বার ফর এডুকেশন অ্যান্ড লাইফলং লার্নিং), কাউন্সিলর সাইয়েদ আহমদ (রিসোর্সেস অ্যান্ড দ্য কস্ট অব লিভিং), কাউন্সিলর কবির আহমদ (রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজবিল্ডিং), কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী (হেলথ, ওয়েলবিয়িং অ্যান্ড সোশ্যাল কেয়ার), কাউন্সিলর আব্দুল ওয়াহিদ (ইক্যুয়েলিটিজ অ্যান্ড সোশ্যাল ইনক্লুসন) কাউন্সিলর আবু তালহা চৌধুরী (সেইফার কমিউনিটিজ)।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান নতুন স্পিকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ ও ক্যাবিনেট মেম্বার ব্যারিস্টার মুসতাক আহমদ-সহ নবনির্বাচিতদের অভিনন্দন জানান। সবাই অনন্য ভূমিকা পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা, কী প্রভাব পড়বে বাংলাদেশে? নৌ নেতৃত্ব গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালুকায় এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকারের সহায়তা প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান সাবেক কৃষিমন্ত্রীকে আদাল‌তে নেয়ার সময় পু‌লিশভ্যানে ডিম নিক্ষেপ অন্য ক্লাবে যাচ্ছেন না কোচ গার্দিওলা

সকল