১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ কমবে কাল

-

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। বুধবার ৬০ জেলায় তাপপ্রবাহ থাকলেও আজ শুক্রবার দেশের ৬৪ জেলাই থাকবে প্রখর তাপপ্রবাহের আওতায়। এছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সাথে শুরু হয়েছে অস্বস্তিকর জলীয়বাষ্পের আধিক্য। ফলে শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরে পড়ে বিরক্তিকর অবস্থায় পড়েছেন মানুষ। গরমে-ঘামে বিপর্যয়কর অবস্থার মধ্যেই স্বস্তির খবরও পাশাপাশি রয়েছে। তা হলো, আগামী শনিবার থেকে দেশের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী রোববার থেকে সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যেতে পারে। বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দেশের ওই দুই অঞ্চলে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দেশের সর্বত্র অর্থাৎ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকা মৃদু তাপমাত্রার আওতায় থাকলেও গতকাল এখানে গরমের অনুভূতি ছিল ব্যাপক। ফলে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত রাস্তায় মানুষের উপস্থিতি ছিল অনেক কম। গাড়ি চলাচলও কম করেছে। রিকশাওয়ালারা দুপুরের দিকে বিশ্রামে থাকতে বেশি পছন্দ করছে। এ সময় যাত্রীরা এসে অনুরোধ করলেও নানা কিছু বলে যাত্রী নিতে চায়নি তারা। ফলে নারী ও শিশুরা বেকায়দায় পড়েছে গতকাল। বিশেষ করে স্কুল ছুটির পর নারী ও শিশুরা রিকশাওয়ালাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে কেউ কেউ যাত্রী নিতে চাইলেও দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের কোথাও কোনো প্রকার বৃষ্টি হয়নি মংলায় খুবই সামান্য পরিমাণ ছাড়া। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও রংপুর বিভাগে সবচেয়ে বেশি মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে গেছে। এছাড়া মৃদু তাপপ্রবাহ বিরাজ করেছে দেশের অন্যত্র।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বরিশালে চলছে তাপপ্রবাহ

বরিশাল ব্যুরো জানায়, বরিশালে চলছে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহ। এটি গত বুধবার রাত থেকে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলেও বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ। এ জন্য এ গরম অসহনীয় অবস্থায় রূপ নিয়েছে। শিগগিরই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ বলছেন, এ গরমে শরীর যেন পুড়ে যাওয়ার মতো অবস্থায়।
সরকারি অফিসের কর্মচারী রিয়াজ হোসেন বলেন, ‘একটু হাঁটলেই শরীর ভিজে জবুথবু অবস্থা হয়ে যায়। বারবার গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করেও যেন তৃষ্ণা মিটছে না।’

আর শ্রমিকরা বলছেন, ‘এমন দুর্বিষহ গরমে কাজে নামা দুষ্কর হয়ে পড়েছে। ফলে ছেদ পড়েছে কামাই রোজগারে। স্বাভাবিক দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজ করা সম্ভব, আজ হয়নি তার অর্ধেকও। আবার অনেকে তো প্রচণ্ড তাপদাহে কাজেই বের হতে চাচ্ছেন না।’


আরো সংবাদ



premium cement
সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন!

সকল