১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্বিতীয় দফা সময় বাড়িয়েও ভিসা হয়নি সব হজযাত্রীর

-

দ্বিতীয় দফা সময় বাড়ানোর পরও সব হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি। এখনো প্রায় ১২ হাজার হজযাত্রীর ভিসা পাওয়া বাকি রয়েছে। এ জন্য আবারো সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে সময় শেষ হলেও এখনো সার্ভার খোলা থাকায় ভিসার আবেদন অব্যাহত রয়েছে।
প্রথমে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। কিন্তু তখন অর্ধেক হজযাত্রীর ভিসার আবেদন বাকি থাকায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। তার পরও প্রক্রিয়া শেষ না হওয়ায় দ্বিতীয় দফা ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। তবে গতকাল সন্ধ্যার পর হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, এখনো প্রায় ১২ হাজার হজযাত্রীর ভিসা হয়নি।
হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পাননি তাদের জন্য নতুন করে ভিসার আবেদন করা হয়েছে। এখনো ভিসা অনলাইন সিস্টেম চালু আছে। আশা করছি দু-এক দিনের মধ্যে সবার ভিসা হয়ে যাবে। ভিসার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে কি না, জানতে চাইলে হজ অফিসের পরিচালক জানান, সময় বাড়ানো হবে কি না- তা পরে জানা যাবে।
এ দিকে তৃতীয় দফায় ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার জানান, হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সব হজযাত্রীর ভিসা হওয়ার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা সৌদি সরকারের ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করছি, ভিসা আবেদনের সময় বাড়বে। ভারত ইন্দোনেশিয়াসহ আরো কয়েকটি দেশ ভিসারপ্রাপ্তির ক্ষেত্রে আমাদের চেয়েও পিছিয়ে আছে। তাই সৌদি সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে সময় বাড়াবে বলেই আশা করছি।

মু: আ: হামিদ জমাদ্দার জানান, বেশির ভাগ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যায়। এজেন্সিগুলো বারবার তাগাদা দেয়ার পরও তারা সৌদিতে বাড়ি ভাড়া করতে পারেনি। শেষ পর্যন্ত তা মন্ত্রণালয়ের ওপর এসে বর্তায়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারো হজ এজেন্সিগুলো সৌদি আরবের মক্কা মদিনায় বাড়ি ভাড়া করতে গাফিলতি করেছে। কম রেটে বাড়ি ভাড়া করার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। এ ছাড়া এজেন্সিগুলোর বাড়ি ভাড়ার জন্য নির্ধারিত প্রতিনিধি মোনাজ্জেমদের ভিসা আটকে দেয় সৌদি সরকার। সেই ভিসার জট খুলতে দেরি হওয়ায় অনেক ইচ্ছা থাকার পরও বাড়ি ভাড়া করতে পারেনি। এতে হজযাত্রীদের ভিসা আবেদন করতে পারেনি এজেন্সিগুলো। কারণ হজ ভিসা আবেদনের পূবশর্ত হলো, সৌদিতে হজযাত্রীর বিপরীতে বাড়ি বাড়ার চুক্তি থাকতে হবে। বাড়ি ভাড়া না করলে ভিসার জন্য আবেদন করা যায় না।
এ দিকে হজ পোর্টালের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৪ হাজার ২১২ জন হজযাত্রী সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

 


আরো সংবাদ



premium cement
মহিষ চুরির সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

সকল