বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত
ব্রিফিংয়ে মার্কিন মুখপাত্র- কূটনৈতিক প্রতিবেদক
- ১১ মে ২০২৪, ০২:১৪
বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুইজন বাংলাদেশী নিহত হয়েছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে সীমান্তে বেসামরিক নাগরিকদের হত্যা একটি উদ্বেগজনক ঘটনাপ্রবাহ। ভারতের শক্তিশালী অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কি এসব হত্যাকাণ্ডের তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে অনুরোধ জানাবে?
জবাবে মিলার বলেন, এ সব ঘটনার রিপোর্ট সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা জানি, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে যোগাযোগ রয়েছে। গুলির ঘটনাগুলো সম্পর্কে সংশ্লিষ্ট তদন্তকারীদের সাথে কথা বলতে আপনাকে পরামর্শ দিচ্ছি।
মুখপাত্রকে আবারো প্রশ্ন করা হয়, গত জানুয়ারিতে লোক দেখানো জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন চলছে, যা বিএনপি বর্জন করেছে। এই নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, সাংবাদিকদের ওপর হামলা ও ভোটারদের কম উপস্থিতি লক্ষণীয়। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য গত বছর যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতির প্রয়োগ সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দিতে পারেন কিনা?
উত্তরে মিলার বলেন, এ মুহূর্তে নতুন করে ঘোষণা করার মতো কোনো তথ্য আমার হাতে নেই। নীতিটি আমরা প্রকাশ্যে ঘোষণা করেছি। এই নীতি প্রয়োগের তথ্য আমরা কোনো কোনো সময় প্রকাশ্যে এবং কোনো কোনো সময় ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। আজ ঘোষণা দেয়ার মতো কিছু নেই।
ত্রিদেশীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড লু : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৫ মে পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন। এই সফরে সংশ্লিষ্ট প্রত্যেক দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসোফিকের ওপর গুরুত্বারোপ করা হবে। বাংলাদেশে ডোনাল্ড লু সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজে নেতৃবৃন্দসহ অন্যদের সাথে বৈঠক করবেন। এ সব বৈঠকে জলবায়ু সঙ্কট, অর্থনৈতিক বন্ধন গভীরতর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা