১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যাত্রাবাড়ীতে বাস ও পিকআপ সংঘর্ষে নিহত ২

রাজধানীর মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস : নয়া দিগন্ত -

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপভ্যানের সাথে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গত রোববার রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পিকআপভ্যানটি সড়কে ইউটার্ন নিতে গেলে দ্রুতগতিতে আসা বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। অপর দিকে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পুলিশ জানায়, যে বাসটির সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছিল, সেটি তুহিন পরিবহনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারে আসা-যাওয়া করে বাসটি।
নিহতরা হলেন- বাবুল চিশতি (৪৫) ও কবির হোসেন (৫০)। পিকআপচালক বাবুল চিশতি শরীয়তপুরের গোসাইর হাটের সামন্ত সাহা গ্রামের আবদুর রশিদ আকন্দের ছেলে। কবির হোসেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সিঁংঢালা গ্রামের আবদুর রশিদ বেপারির ছেলে। তারা মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে বাবুল চিশতিকে ও ভোর সাড়ে ৫টার দিকে কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার এসআই আবু সায়েম বলেন, রোববার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। তবে পিকআপ ভ্যান থেকে গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানচালক বাবুল চিশতীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি আরো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল