ইউক্রেনের ৩ জ্বালানি স্থাপনায় রুশ হামলা
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৯
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার এই হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলোর সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত একজন জ্বালানিকর্মী। ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এই তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গালুশচেঙ্কো বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল ও লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে। রয়টার্স/ বিবিসি।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে-এর চারটি তাপ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে ডিটিইকে বলেছে, ‘আবারো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক গোলা বর্ষণ করেছে শত্রুরা। কোম্পানির সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।’ সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ২২ মার্চ থেকে ইউক্রেনীয় বিদ্যুৎ সেক্টরে বোমা হামল চালাচ্ছে রুশ বাহিনী। প্রায় প্রতিদিনই তাপ ও জলবিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করছে তারা।
ইউক্রেনকে শিগগিরই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র : ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ দ্রুত সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলেছে, নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এ সরবরাহ দেয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলার খরচ হবে। তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন। তার দাবি, এ মুহূর্তে জীবন বাঁচাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। বিবিসিকে একটি সূত্র বলেছে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয় হাজার কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়েছে। এ সহায়তা প্যাকেজের অংশ হিসেবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।
এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অবিলম্বে’ ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। এ সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষাসংক্রান্ত যুদ্ধাস্ত্র, ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলাবারুদ। তবে এ সহায়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট নেই। অস্টিন বলেন, তাদের (ইউক্রেন) যে শুধু প্যাট্রিয়টই দরকার তা নয়, তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন।
অস্টিন আরো বলেন, কিয়েভের জন্য শিগগিরই আরো বেশি করে ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগীদের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা