তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এরকম তাপদাহ বাংলাদেশে আগে কখনো ছিল না। খুব ধীরে ধীরে বাংলাদেশকে মরুকরণ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ এই অবৈধ সরকার ও তাদের নতজানু পররাষ্ট্রনীতি।
তিনি বলেন, আজকে ফারাক্কার বাঁধের কারণে পদ্মায় পানি নেই। আমাদের তিস্তায় পানি নেই, ব্রহ্মপুত্রের পানি নেই, যুমনায় পানি নেই। জলীয় বাষ্প নেই। বাংলাদেশে ১১ শ’টির বেশি নদী ছিল তার মধ্যে তিন শ’ নদী নিখোঁজ হয়ে গেছে। তিন শ’ নদী এই আওয়ামী ভূমিদস্যুর কবলে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এটিই হলো সারা দেশের পরিবেশের অবস্থা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপেয় খাবার পানি, স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই কর্মসূচির আয়োজন করে। পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে ওই সামগ্রী বিতরণ করেন। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মো: মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরাে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষাবিয়ষক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এ সময় মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, জেডআরএফের ডা: এ এস হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল, প্রকৌশলী আসিফ হোসেন রচি, অধ্যাপক ড. আবদুল করিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, ঢাকা শহর আজকে ইট-পাথরের গাঁথা শহরে পরিণ হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে একটা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে। ঢাকা শহরের চার দিকে যে জলাশয়গুলো ছিল সেগুলো ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা ওরা জলাশয়গুলো দখল করে ফেলেছে।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক গৃহায়ন মন্ত্রী মির্জা আব্বাস বলেন, এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদদপুষ্ট ভূমিদস্যু। তিনি বলেন, আজকে ঢাকা শহরের চার দিক বালু দিয়ে ভরাট করে দিয়েছে অর্থাৎ এটা একটি কৃত্রিম মরুভূমি।
তিনি আরো বলেন, এই রকম একটি জনগণ বিরোধী সরকার, গণবিরোধী সরকার থাকার কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজিল হয়েছে। আমি দেখাম, একজন মাওলানা ওয়াজ করেছেন এটি গরম না, এটি পরিবেশ ধ্বংসের একটা চিহ্ন।
ঢাকা উত্তরের হিট অফিসারের প্রতি আহ্বান : মির্জা আব্বাস বলেন, ঢাকায় একজন হিট অফিসার নিয়োগ দেয়া হয়েছে। আমি কোনো সুপারিশ করছি না, সে আমাদের মেয়ের মতো। আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের খালগুলো খুলে দিতে, বালু দিয়ে কৃত্রিম যে মরুকরণ ব্যবস্থা করা হয়েছে এটিকে অপসারিত করতে। সরকারের সাথে যে আঁতাত রয়েছে জলদুস্যদের, আঁতাত ভেঙে জলাশয়গুলো আবার ফিরিয়ে দিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা