ভারতের পররাষ্ট্র সচিব আসছেন শনিবার
- কূটনৈতিক প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:৩৪
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা আগামী শনিবার ঢাকা আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) করবেন। এতে দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাত করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনে ভারতের জাতীয় নির্বাচনের পর দিল্লি সফরে যাবেন। বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া জুলাইতে প্রধানমন্ত্রীর চীন সফরের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে আগে গত ২৪ নভেম্বর দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের পর যেসব দেশ সবার আগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিল তাদের সর্বাগ্রে ছিল ভারত ও চীন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বণ্টন, কানেক্টিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উপআঞ্চলিক সহযোগিতা প্রাধান্য পেয়ে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা