১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন সংগঠনের ঈদ শুভেচ্ছা

-

দেশবাসী ও মুসলিম উম্মাহসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। পৃথক বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।
জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মহানগরী নেতৃবৃন্দ বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মধ্যে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান হলো ঈদুল ফিতর। আমরা আজ এমন একসময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিম্ন মধ্যআয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্য দিকে ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় গণহত্যার ফলে গাজা অঞ্চল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রিয় ঢাকা মহানগরীবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
জামায়াত ঢাকা মহানগরী উত্তর : ন্যায়-ইনসাফ, মানবিক মূল্যবোধভিত্তিক শোষণ ও বঞ্চনামুক্ত কল্যাণমুখী গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। পবিত্র ঈদুল ফিতর উপলে নগরবাসীর উদ্দেশ্যে এক যৌথ শুভেচ্ছা বাণীতে তারা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তি ও তাকওয়া অর্জনের মাস মাহে রমজান বিদায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। মূলত রমজান হচ্ছে আধ্যাত্মিক ও আত্মিক উন্নতি, আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের উত্তম মাধ্যম। এর মধ্যেই রয়েছে আর্তমানবতার সর্বাঙ্গীণ কল্যাণ ও মুক্তি। দীর্ঘ এক মাস সিয়াম ও কিয়াম পালনের পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছে পবিত্র ‘ঈদুল ফিতর’। ঈদের প্রকৃত শিক্ষাই হচ্ছে আর্তমানবতার কল্যাণ এবং বিপন্ন ও অভাবগ্রস্ত মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন। তাই পবিত্র ঈদুল ফিতরে গণমানুষের কল্যাণ ও দারিদ্র্য বিমোচনে জাকাত ও সাদাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করতে হবে। নেতৃদ্বয় ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষা ধারণ করে আর্তমানবতার কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
খেলাফত মজলিস : দেশবাসী ও মুসলিম উম্মাহসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল এক যৌথ ঈদ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন, জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির মাধ্যমে পার করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর আমাদের রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শুধু আনন্দ উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদত। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। ধনী-গরিব, সাদা-কালো, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে যায়। এ দিন ঈদ জামায়াতে শামিল হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় নুয়ে পড়ে। তাই ঈদের দিন প্রয়োজন মহান আল্লাহর কাছে আমাদের নিজেদের এবং মৃত ব্যক্তিদের জন্য মা প্রার্থনা করা। সাথে সাথে অসুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করা। ঈদের দিন হোক নির্মল আনন্দের দিন।
বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে নেতৃদ্বয় বলেন, দ্বীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে সমাগত পবিত্র ঈদুল ফিতর। এমন এক মুহূর্তে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে, যখন আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক তিন বছর কারাগারে বন্দী। আমাদের প্রত্যাশা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী রাজনৈতিক নেতৃবৃন্দকে দ্রুত সরকার মুক্তি দিবেন। আমাদেরকে ঈদের বিধান যথাযথ পালন করতে হবে। নেতৃদ্বয় সব হিংসা বিদ্বেষ পরিহার করে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্যবদ্ধ কাজ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নেতৃদ্বয় বলেন, মুসলিম উম্মাহর প্রকৃত ঈদ উদযাপিত হবে তখনই, যখন আল্লাহর জমিনে তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমাদের শপথ হোক সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ

সকল