ইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত
যেভাবে বাঁচতে চাই, থাকতে চাই, সেভাবে থাকতে পারছি না : ড. ইউনূস- নিজস্ব প্রতিবেদক
- ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সাথে আগামী ২ মে এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। একই সাথে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৪-এ বদলির আদেশ দেন।
এর আগে ড. ইউনূস মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আদালতে হাজির হন। বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছি। আমরা যেভাবে বাঁচতে চাই, থাকতে চাই সেভাবে থাকতে পারছি না। আইনের শাসন বলতে যে জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না। আমরা যেটা করতে চাই সেটা করতে পারছি কি না।
না পারলে সেই প্রতিবাদটা কিভাবে জানাব। কিভাবে আমার কথাটা শোনাতে পারব। সেই পথ আমরা বের করব। পথ আমাদের বের করতেই হবে।
আদালত থেকে বের হয়ে সংবাদিকদের ড. ইউনূস বলেন, এখন রমজানের দিন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা-মুসিবত থেকে আমরা বাঁচি। আমাদের ওপর অনেক বালা-মুসিবত। আমার ওপর ব্যক্তিগত বালা-মুসিবত, সহকর্মীদের ওপর এবং দেশের ওপরও। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দোয়া করি।
ড. ইউনূস বলেন, এই পবিত্র রমজানে আমরা সবাই যেন নিজের দিকে তাকাই। সামনে ঈদ আসছে। ঈদ খুশির দিন। আমরা যেন এই ঈদ উদযাপন করতে পারি।
সামনে পয়লা বৈশাখ আরো খুশির দিন। সব খুশি একত্রে আসছে। এর মধ্যে বালা মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাব সেটা সবাই মিলে চিন্তা করি। এককভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বালা-মুসিবতে সমষ্টিগতভাবেও ক্ষতিগ্রস্ত। কাজেই এগুলো থেকে অতিক্রম করতে না পারলে আমাদের মুক্তি নাই, রেহাই নাই। মানুষের রেহাই পাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে।
তিনি আরো বলেন, আমরা আমাদের নিজের মনে কাজ করে যাই। এগুলো হলো বৈজ্ঞানিক তথ্য নিয়ে কাজ করার নির্ভর। কতগুলো অভিজ্ঞতা নিয়ে কাজ করি, কতগুলো স্বপ্ন নিয়ে কাজ করি। দেশের মানুষ বিশেষ করে এটাতে এগিয়ে এসেছে। দেশ বিদেশের মানুষ এটাতে বিশ্বাস করেছে। তারা উৎসাহিত হয়েছে। যারা দুনিয়ার মধ্যে সামাজিক ব্যবসা বলছি। এটা আমদের মনে হয়েছে মানুষের জন্য মঙ্গল হবে। মানুষের মঙ্গলের জন্য আমরা এটা করছি।
ড. ইউনূস বলেন, মাঝেমধ্যে দুঃখ হয়, সারা দুনিয়া বাংলাদেশ থেকে শিখতে চায়। এটাতে আমাদের গৌরব বোধ করার কথা। কিন্তু তা না করে আমরা এমন কাজ করছি, যেন আমরা পাপের কাজ করে ফেলেছি। এমন অনুভূতি হওয়ার তো কোনো কারণ ছিল না। আমরা চাই, জাতি হিসেবে আমরা সারা দুনিয়ার সামনে গর্ব করতে পারি।
ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, বর্তমানে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, সারা দুনিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে দুনিয়া সর্বস্বান্ত হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সেটা থেকে উদ্ধারের একটা রাস্তা তৈরি করছি। সে জন্য সারা দুনিয়ার এত আগ্রহ। আমরা তিন শূন্যের পৃথিবী করার কথা বলে যাচ্ছি। এটাতেই মুক্তি। দুনিয়ায় পুঁজিবাদের কথা হয়েছে, কমিউনিজমের কথা হয়েছে, এখনো হচ্ছে। আমরা তো ও রকম কোনো মতবাদ প্রচার করছি না। আমরা বলছি, আপনি ইচ্ছা করলে এ কাজ করতে পারেন। এতে বালামুসিবত থেকে মুক্তি আসবে।
মঙ্গলবার ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিলেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সাথে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
শুনানের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আদালতে উপস্থিত ছিলেন।
এ দিকে গ্রামীণ টেলিকমের পরিচালক শাহজাহান অসুস্থ থাকায় আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে গত ৩ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ড. ইউনূসসহ সাতজনের জামিন মঞ্জুর করেন। একই সাথে এ মামলার পরবর্তী শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
ওই দিন আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা ঐতিহাসিক একটি সময়। আজকের ছবিটি তুলে রাখুন। আপনারা ইতিহাসের সাক্ষী। কী জন্য? এটা সাক্ষী হলো যে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। যেহেতু একজন নোবেলজয়ীকে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ করা হচ্ছে।
গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আছাদুজ্জামানের আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্য দিকে গত ২৯ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়।
চার্জশিটভুক্ত ১৪ আসামি হলেন- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো: শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দফতর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো: মাইনুল ইসলাম।
দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে গত বছরের ৩০ মে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
দুদকের পক্ষ থেকে বলা হয়, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশের মধ্যে অ্যাডভোকেট ফি হিসেবে প্রকৃতপক্ষে হস্তান্তরিত হয়েছে মাত্র এক কোটি টাকা। বাকি ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং অ্যাডভোকেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্টের শর্ত লঙ্ঘন করে জাল-জালিয়াতির আশ্রয়ে আত্মসাৎ করেছেন। একই সাথে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে অর্থ আত্মসাৎ করেছেন তারা, যা দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় আসামি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/ ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশন থেকে চার্জশিট দিতে অনুমোদন দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা