১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়াকে চিকিৎসা জন্য বিদেশে পাঠানোর আহ্বান জামায়াতের

-

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত। বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। তার চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। তার চিকিৎসার ব্যবস্থা সাংবিধানিক অধিকার। কোনো রকম কালবিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। একই সাথে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়- নূরুল ইসলাম বুলবুল : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল মহানগরীর বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার তুলে দেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রাজধানীর বুকে ইসলামী আন্দোলনের কাজে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে আপনারা যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেন সবাই অত্যন্ত মর্যাদার অধিকারী। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে মুজাহিদদের ঘোড়াকে খাবার খাওয়ানোও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ও অনেক সওয়াবের কাজ। ঈদ উপলক্ষে আপনাদের হাতে সামান্য উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া সুখী-সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে কাজে সর্বদা পাশে থেকে আপনারাই আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা পালন করে থাকেন আলহামদুলিল্লাহ। আজকে দেশে ভোটার বিহীন সরকার জনগণের সামনে উন্নয়নের তকমা দেখালেও মূলত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকার দেশের মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। এ অবস্থায় দেশ চলতে পারে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সিলেট মহানগর জামায়াতের রিকশা ও রিকশাভ্যান বিতরণ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান সমাজ ও অর্থব্যবস্থায় দারিদ্র্যতা দূর করা কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দারিদ্র্যতা দূর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী জাকাতভিত্তিক অর্থব্যবস্থা। গতকাল সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে রিকশা ও রিকশাভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত রিকশা ও রিকশাভ্যান বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা শামীম আহমদ ও রফিকুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement