১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেপটিক ট্যাংকে শিক্ষার্থীর লাশ

-

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের চার দিন পর সেপটিক ট্যাংকিতে মিলল উজ্জ্বল মিয়া (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ। রোববার বেলা সাড়ে ৩টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেনের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবু সাইদ ও সাদ্দাম নামের দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত উজ্জ্বল মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া পূর্বপাড়া গ্রামের অসর আলীর ছেলে এবং শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া গ্রামের অসর আলীর ছেলে উজ্জ্বল মিয়াকে গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায়। পরে ২৭ মার্চ রাত ১১টায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই সরিষাবাড়ী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
রোববার বাড়ির আঙ্গিনায় তার বোন কাজ করতে ছিলেন। এ সময় পায়খানার ট্যাংকি থেকে গন্ধ বের হয়। ট্যাংকির মুখ খুলে উজ্জ্বল মিয়ার লাশ শনাক্ত করে তার বোন ও পরিবারের লোকজন।
পরে পুলিশে খবর দিলে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, গত ২৭ মার্চ আমাদের কাছে একটি অভিযোগ এসেছিল। অভিযোগের পরেই আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। ইমোতে মোবাইল ফোনে উজ্জ্বলের মুক্তিপণ চেয়ে কল দেয়া হয়। আমরা নাম্বারটি ট্রেকিং করেছিলাম। নাম্বারটি বন্ধ ছিল। হঠাৎ সংবাদ পেলাম বাথরুমের ট্যাংকিতে লাশের খোঁজ মিলেছে। এরপরেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে আবু সাইদ ও সাদ্দাম নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তদন্ত ও অভিযান চলমান রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement