১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের জন্য আরো বোমা-যুদ্ধ বিমান অনুমোদন যুক্তরাষ্ট্রের

-

- যুদ্ধবিরতি নিয়ে ১ এপ্রিল যুক্তরাষ্ট্র ইসরাইল আলোচনা
- গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব ইসরাইলের
- মৃত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৭০৫ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতার মধ্যেই দেশটিকে আরো কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান দেয়ার সবুজ সঙ্কেত দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজার রাফাহ এলাকায় ইসরাইলের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির মুখেই ওয়াশিংটন এসব অস্ত্র হস্তান্তরে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্তত দু’টি সূত্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর : ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা, সিএনএন ও তাসের।

সূত্র দু’টি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১৮০০-এমকে৮৪ ২০০০ পাউন্ড ও ৫০০-এমকে৮২ ৫০০ পাউন্ডের বোমা। ওয়াশিংটন তার দীর্ঘ দিনের মিত্র ইসরাইলকে বার্ষিক সামরিক সহায়তা হিসেবে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার দেয়। ইসরাইলের ক্রমবর্ধমান বোমা হামলা এবং গাজায় স্থল অভিযান ঘিরে আন্তর্জাতিক তীব্র সমালোচনা চলছে। এ ছাড়া ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দলের কিছু সদস্য তার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এর মাঝেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলে নতুন করে ওই সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হামাসের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের এ ধরনের অবিচল নীতির সমালোচনা করেছেন কিছু ডেমোক্র্যাট দলীয় সদস্য ও আরব আমেরিকান গোষ্ঠী। অস্ত্র সরবরাহের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে দায়মুক্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা। নতুন করে অস্ত্র সরবরাহের বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
চলতি সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত ওয়াশিংটন সফর করেন। তার এ সফরের পর ইসরাইলে অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ দিকে ওয়াশিংটন, ডিসি থেকে আলজাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, প্রায় ২.৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ২৫০ কোটি ডলার) মূল্যের অস্ত্র ইসরাইলকে সরবরাহের সিদ্ধান্ত হয়েছে।
এ দিকে ইসরাইলি বাহিনী রাফাহতে সামরিক অভিযান প্রসারিত করবে এমন উদ্বেগ ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও তাদেরকে আরো ২৫০ কোটি ডলারের অস্ত্র দেয়ার মার্কিন অনুমোদনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্য দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলের হামলায় আরো ৮২ ফিলিস্তিনি নিহত ও ৯৮ জন আহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭০৫ জনে। আহত হয়েছে ৭৫ হাজার ১৯০ জন।

আগামী মাসে যুক্তরাষ্ট্র-ইসরাইল আলোচনা : গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনায় বসতে পারে। সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এ আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। এর আগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। টিভি চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা সামরিক মন্ত্রিসভার সদস্যদের জানান।

খান ইউনিসে তীব্র লড়াই : দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবারের ওই সংঘর্ষে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্কের মতে, নাসের হাসপাতালের কাছে একটি বহুতল ভবনে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি থার্মোবারিক রকেট হামলা করেছেন হামাস যোদ্ধারা।

আইএসডব্লিউ ও সিটিপি যৌথভাবে জানিয়েছে, রকেট বিস্ফোরণে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) ছয় ইসরাইলি সেনা হত্যা করার দাবি করে বলেছে, খান ইউনিসের আল-কারারা এলাকায় ছয় ইসরাইলি বিশেষ বাহিনীর সেনাদের দলে হামলা করেছে পিআইজে।
বিমান হামলায় নিহত বহু : এ দিকে ফিলিস্তিনি কর্মকর্তারা ও ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটির প্রধান হাসপাতাল আল শিফার আশপাশে ইসরাইলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার সিটির আল-শেজাইয়া এলাকায় ইসরাইলের দু’টি হামলায় ১৭ জন নিহত হয়েছে আর গাজা ভূখণ্ডের মধ্যবর্তী এলাকা আল মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরো আটজন নিহত হয়েছে। হামাসশাসিত গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-শেজাইয়ায় নিহতদের মধ্যে অন্তত ১০ জন পুলিশ সদস্য আছেন, তারা উত্তর গাজার বাস্তুচ্যুতদের জন্য পাঠানো ত্রাণের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনীগুলো আল শিফা কমপ্লেক্সের আশপাশে অভিযান চালিয়ে যাচ্ছে, তবে ‘বেসামরিক, রোগী, মেডিক্যাল টিম ও চিকিৎসা যন্ত্রপাতির ক্ষতি কমানোর’ দিকে নজর রাখছে। শুক্রবার দিনভর সেখানে তারা বহু বন্দুকধারীকে হত্যা করেছে এবং অস্ত্র ও সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে।

বহুজাতিক নিরাপত্তা বাহিনী : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট গাজা উপত্যকায় শৃঙ্খলা নিশ্চিতে আরব রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। ওয়াশিংটনে সাম্প্রতিক সফরকালে গ্যালান্ট এই প্রস্তাব করেন। ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিউস এ কথা জানিয়েছে। ইসরাইলের সিনিয়র এক কর্মকর্তা এই সংবাদমাধ্যমকে বলেছেন, এ ধরনের উদ্যোগ হামাসবিহীন গাজায় একটি পরিচালনা পরিষদ তৈরি করবে এবং গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান ইসরাইলি সমস্যার সমাধান করবে। গ্যালান্ট প্রস্তাবটি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানসহ কয়েকজন মার্কিন কর্মকর্তার সাথে আলোচনা করেন। সিনিয়র এক মার্কিন কর্মকর্তা এক্সিউসকে বলেছেন, প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। তবে বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।

 


আরো সংবাদ



premium cement