সিরিজ সমতায় শেষ করাই লক্ষ্য বাংলাদেশের
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ মার্চ ২০২৪, ০৩:০০
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে সিরিজের প্রথমটিতে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে স্কোয়াডে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি প্রথম টেস্টেও তার অনুপস্থিতিতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্ট পরাজয়ের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয় ছিল কলম্বোতে ২০১৭ সালে। টাইগারদের শততম টেস্ট জয়ে স্মরণীয় করে রাখার দুই নায়ক ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চোটের কারণে প্রথম টেস্টে না থাকলেও শেষটিতে দলে ফিরেছেন সাকিব। তার উপস্থিতিতে আশা করা হচ্ছে ঘুরে দাঁড়াবে টাইগাররা। শেষ টেস্ট জয়ে সিরিজ সমতায় শেষ করাই লক্ষ্য বাংলাদেশের। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে চট্টগ্রামে আজ মাঠে নামবে টাইগাররা। সকাল ১০টা শুরু হবে ম্যাচটি।
সাকিব ফেরায় একাদশে পরিবর্তন আসবে বাংলাদেশের। একাদশে জায়গা হারাতে পারেন প্রথম টেস্টে বাজে শট খেলে আউট হওয়া লিটন। যদি তাকে বাদ দেয়া হয়, তাহলে উইকেটরক্ষকের ভূমিকায় জাকির হাসান ও ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমান ইসলামকে।
সিরিজের প্রথম টেস্ট জয়ের নায়ক লঙ্কান পেসার কাসুন রাজিথা ইনজুরি আক্রান্ত হয়ে নেই দ্বিতীয় টেস্টের একাদশে। দল থেকে তার বাদ পড়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। ইতোমধ্যেই রাজিথা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরেছেন। তার বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন অসিথা ফার্নান্দো।
শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করে ম্যাচ জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। দুই ব্যাটারই প্রথম ইনিংসে ১০২ রান করেন ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১০৮ ও ১৬৪ রান করেন। দুই ইনিংসজুড়েই দুর্দান্ত সেঞ্চুরি করে নৈপুণ্য ও সংযম দেখিয়েছিলেন। দ্বিতীয় টেস্টের তাদের ব্যাট কথা বলবে বলেই বিশ্বাস।
সেই হিসেবে প্রথম টেস্টে দুই ইনিংসজুড়েই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে ১৮৮ ও ১৮২ অলআউট হয়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে একমাত্র অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের ব্যাট কথা বলেছে। দলের ব্যাটারদের আসা যাওয়ার মধ্যেও তিনি ৮৭ রানের অপরাজিত এক ইনিংস উপহার দিয়েছিলেন। তাকে ছাড়া দুই ইনিংসেই ব্যাটিং ডিপার্টমেন্ট ছিল ব্যর্থ। এই ব্যর্থতায় ব্যাটিং ইউনিটকে এই টেস্টে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। শট মেকিং, প্রয়োগ ও ক্রিজে থাকার আকাক্সক্ষা থেকে শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে পেতে হবে।
চট্টগ্রাম টেস্টে মুমিনুল হক চতুর্থ ব্যাটার হিসেবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ৪,০০০-এর কোটায় পৌঁছার কাছাকাছি। আর মাত্র প্রয়োজন ২৫ রান। ৪৬ রান হলে টেস্টে ৪,৫০০ রান পূর্ণ করবেন সাকিব আল হাসান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১,৫০০ রানে পৌঁছতে আর ৪০ রান দূরে। স্পিন বোলার তাইজুল ইসলাম ১৯৫ উইকেট নিয়ে মাঠে নামবেন। আর মাত্র পাঁচটি উইকেট পেলে ২০০ পূর্ণ করবেন তিনি।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে প্রবাথ জয়সুরিয়া দু’টি উইকেট পেলে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। ৩৯৮টি উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে। মাত্র একটি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ১৯ টেস্টেই জয় শ্রীলঙ্কার। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে শ্রীলঙ্কা ও তিনটি ড্র করেছে। এর মধ্যে চট্টগ্রামে খেলা পাঁচ টেস্টের দু’টিতে জয় ও তিনটিতে ড্র করেছে সফরকারীরা। এই চট্টগ্রামেই দ্বিতীয় টেস্ট জয়ে সিরিজ নিজেদের করে নিতে চায় শ্রীলঙ্কা। অপর দিকে এক জয়কে দুইয়ে পৌঁছানো ও সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা