১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

-

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত সোমবার ভোরে জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল বাসেতের ছেলে জহুরুল ইসলাম (২৭)।
গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: তরিকুল ইসলাম জানান, সোমবার ভোররাতে কাঁঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশী কয়েকজন যুবক গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ সাত থেকে আট রাউন্ড গুলি করে। এ সময় দুই যুবক গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে থাকে। অন্য দিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে আটক করে বিএসএফ সীমান্ত এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার গ্রামের লোকজন মোখলেছুর রহমানের পড়ে থাকা লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, জহুরুলের লাশ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। বুধবার লাশ ফেরত দেয়ার কথা রয়েছে।
হরিপুর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বাংলাদেশেী নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আমরা বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছি এবং অপর লাশটি আমাদেরকে খুব দ্রুত ফেরত দেয়া হবে বলে বিএসএফ জানিয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
শেরপুর পৌরসভার মেয়র খোকা সাময়িক বরখাস্ত জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরাইলি কর্মকর্তার পদত্যাগ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রের সংসদীয় কমিটির প্রতিনিধিরা হালাল খাদ্যের বাজার ধরতে কমপ্লায়েন্স ইকো-সিস্টেম গড়ে তোলার আহ্বান ব্যবসায়ীদের জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী, হুমকিতে শিল্পকারখানা পঞ্চপল্লীর মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি ফিলিস্তিনের গাজায় অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে : জামায়াত আমির ১২ দলীয় জোট ও এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ঘরে বসেই হজযাত্রীরা পাবে প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা মেলান্দহে মাদরাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সেরা কাজের পুরস্কার দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি

সকল