২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


রাখাইনে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের প্রতি বাংলাদেশের আহ্বান

-

মিয়ানমার সমাজের সাথে রোহিঙ্গাদের পুনর্মিলনের মাধ্যমে রাখাইনে টেকসই শান্তি ফেরাতে ভূমিকা রাখতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বিশ্বসংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহ্বান জানান। ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় পুনর্মিলনের ভূমিকা’ বিষয়ক বিতর্কে অংশ নিয়েছিলেন তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষোভের মূল কারণ নিরসন করতে হবে। একই সাথে রাখাইনে মানবিক কর্মীর প্রবেশাধিকার ও ত্রাণসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রদূত রোহিঙ্গা, মিয়ানমারের বাদবাকি সমাজ ও মিয়ানমার কর্তৃপক্ষের মধ্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্বচ্ছতার সাথে পুনর্মিলনের কৌশল নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। মাসুদ বিন মোমেন একই সাথে রাখাইনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার ওপর জোর দেন।
রাষ্ট্রদূত মোমেন ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সমাজের সাথে বাঙালিদের পুনর্মিলনে বাংলাদেশের সফলতার কথা নিরাপত্তা পরিষদে তুলে ধরেন।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে পুনর্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

 


আরো সংবাদ



premium cement