১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশী গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া মহাসড়ক এলাকার একটি গাড়ি ওয়াশের দোকান থেকে ওই ১২ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ এক বিবৃতিতে বলেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে ওই অভিযান পরিচালিত হয়। সেখানে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় আটকরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় প্রবেশে বৈধ ডকুমেন্টস ব্যতীত ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘন করার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে।

পরিচালক বলেন, অভিযানের অবস্থান হলো একটি গ্যাস স্টেশন চত্বর, যেখানে গাড়ি ধোয়ার পরিষেবা দেয়া হয়। এনফোর্সমেন্ট বিভাগ কর্মরত বিদেশী নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আরো অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলিন বিন জুসোহ।


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল