১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশীদের মালয়েশিয়ার রাজার ভুয়া দাতুক উপাধির বিষয়ে মাঠে নেমেছে দেশটির পুলিশ

বাংলাদেশীদের মালয়েশিয়ার রাজার ভুয়া দাতুক উপাধির বিষয়ে মাঠে নেমেছে দেশটির পুলিশ - সংগৃহীত

মালয়েশিয়ায় নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের বীকৃতিস্বরূপ একাধিক বাংলাদেশী প্রবাসীকে দেশটির রাজ পরিবারের সম্মানজনক উপাধি দাতুকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশী নাগরিক হয়েও সরাসরি সুলতানদের কাছ থেকে দাতুকে ভূষিত হয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তা ও পেশাজীবীরা।

তবে সম্প্রতি কতিপয় বাংলাদেশীদের দেয়া হয়েছে ভুয়া ও জাল দাতুক উপাধি, এই প্রতারণার দায়ে মোহাম্মদ ফরেদ আবদুল গনি নামে এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

মো: ফরেদ আবদুল গনি নিজেকে মালয় রাজ পরিবারের সদস্য পরিচয়ে এক বাংলাদেশীকে দাতু উপাধি দেন। পরে জানা যায় মোহাম্মদ ফরেদ একজন প্রতারক এবং সেকোনো রাজ পরিবারের সদস্য নয়।

মালয়েশিয়ার রাজপ্রাসাদগুলো কেবল এই সম্মানজনক উপাধি দেয়ার অধিকার রাখলেও অর্থের বিনিময়ে দেয়া হয়েছে ভুয়া দাতুক উপাধি এমন অভিযোগ পেয়ে পুলিশ চলতি সপ্তাহে কুয়ালালামপুরের সেতাপাকের জালান গেন্টিং ক্ল্যাং-এর একটি বাড়ি থেকে মোহাম্মদ ফরেদকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে দেখা যায় এক বাংলাদেশী নাগরিককে কেলান্তান প্রাসাদ থেকে ‘দাতুক’ উপাধি দেয়া হয়েছে।

কেলান্তান রাজ্য পুলিশ প্রধান মুহাম্মাদ জাকি বলেন, অভিযোগকারী ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর ২৮ মে একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে বাংলাদেশীদের শিরোনাম প্রাপ্ত দেখানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি মোহাম্মদ ফরেদ দ্বারা ব্যবহৃত‘দাতুক' এবং ‘দাতুক সেরি'-এর বিষয়ে তদন্ত করে দেখা গেছে যে এটি জাল ছিল কারণ সন্দেহভাজন ব্যক্তিকে কখনো এই জাতীয় উপাধি দেয়ার ক্ষমতা দেয়া হয়নি।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন

সকল