১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় ২ শতাধিক জাল পাসপোর্টসহ বাংলাদেশী গ্রেফতার

মালয়েশিয়ায় ২ শতাধিক জাল পাসপোর্টসহ বাংলাদেশী গ্রেফতার - নয়া দিগন্ত

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশী ও এক ফিলিপাইনের নারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী বাংলাদেশী ‘অপু ভাই’ হিসেবে পরিচিত। পাসপোর্টের পুরনো সংস্করণগুলো ব্যবহার করতো এই সিন্ডিকেট। যেগুলোতে পলিকার্বোনেট ব্যবহার হয়নি, ফলে পরিবর্তন করা সহজ।

বিদেশী কর্মীদের মেডিক্যাল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সাথে জড়িত এ চক্রটি। প্রায় দু’বছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ।

রুসলিন জুসোহ জানান, সিন্ডিকেটের অন্য কোনো সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে। তবে এ কাজে আরো কয়েকজন যুক্ত থাকতে পারে বলে তিনি মনে করেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করতো এই সিন্ডিকেট।

অভিবাসন মহাপরিচালক আরো জানান, পাসপোর্টগুলো প্রকৃতপক্ষে আসল, শুধুমাত্র জাল তথ্য ছাড়া। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা হতো।

এ সময় জব্দ করা হয় বাংলাদেশী ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিক্যাল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম। গ্রেফতার দুজনকেই ২ সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা

সকল