ফ্রান্সে কট্টরপন্থীদের ক্ষমতায় আসার সম্ভাবনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০২৪, ২৩:২৭
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। প্রথম দফার সফলতার ভিত্তিতে সরকার গঠন নিয়ে বেশ আশাবাদী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি (আরএন)।
আরএন যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে তা হবে ফ্রান্সের ইতিহাসের বিশেষ বাঁকবদল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থী কোনো দল দেশটিতে ক্ষমতায় আসতে পারেনি।
ফ্রান্সের ছোট শহরগুলোতে আজ রোববার ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। বড় শহরগুলোতে ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। এর পর থেকে ভোটের ফলাফল আসা শুরু করবে।
বুথফেরত জরিপ বলছে, অর্থনৈতিক দুর্দশার জেরে ফরাসিরা প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর থেকে মুখ ফিরিয়ে নেয়ায় আরএনই পার্লামেন্টে সর্বাধিক আসন পেতে যাচ্ছে।
তবে এমন আভাসও মিলছে যে, সর্বাধিক আসন পেলেও সরকার গঠনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় ২৮৯ আসন পাবে না মারিন লো পেনের দল আরএন। ফলে ২৮ বছর বয়সী দলপ্রধান জরদান বারদেলার প্রধানমন্ত্রী হওয়াটা অতটাও সহজ হবে না। এর পেছনে অবশ্য কলকাঠি নেড়েছে প্রতিপক্ষ মাখোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স ও বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।
সূত্র : রয়টার্স