ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ১৮:৪২
বেলজিয়ামের ব্রাসেলসের ট্রেন স্টেশনের কাছে রাতভর গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহন হয়েছেন আরো তিনজন।
স্থানীয় সময় বুধবার (২৬ জুন) রাত ১টা থেকে ২টার দিকে সেন্ট-গিলস শহরের মিদি স্টেশনের একটি ক্যাফের কাছে গোলাগুলির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলজিয়ামের সংবাদমাধ্যমগুলো এই ঘটনার খবর প্রচার করেছে।
আহতদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন এবং অন্য দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই গোলাগুলির সঙ্গে জড়িত বন্দুকধারীরা পালিয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করে এবং বন্দুকধারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করে।
তবে কেন এই গুলির ঘটনা ঘটল বা বন্দুকধারীদের উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন অপরাধীকেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
সূত্র : ইউএনবি