১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন দেশের আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখবে জার্মানি

বিভিন্ন দেশের আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখবে জার্মানি - ছবি : সংগৃহীত

ইতালির সাথে আলবেনিয়া, যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার যেমন চুক্তি রয়েছে, তেমন চুক্তির মাধ্যমে নিজেদের জন্যও মানানসই আশ্রয়প্রদানে সহযোগী রাষ্ট্রের খোঁজ করছে জার্মানি। তাই খতিয়ে দেখছে বিভিন্ন দেশের আশ্রয়প্রক্রিয়া।

চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলোতে আশ্রয় প্রক্রিয়া পাঠানো যায় কিনা সেগুলো যাচাই করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে বার্লিনে বৈঠক করেন শলৎস। ডিসেম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব নিয়ে শলৎস আবার ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসবেন।

আশ্রয় প্রক্রিয়ার মূল্যায়ন যেভাবে
বৃহস্পতিবারের বৈঠকের আগে রাজ্যগুলোর পক্ষ থেকে তৃতীয় রাষ্ট্রের আশ্রয় প্রক্রিয়ার ‘বাস্তবিক মডেলের' মূল্যায়ন করতে বলা হয়েছিল। এরপর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করে।

ঠিক এমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাজ্য। ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকা পাঠাতে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে তারা। তা বাস্তবায়নে পার্লামেন্টে নতুন আইন পাস ঋষি সরকার পার্লামেন্টে নতুন আইন পাস করলেও বিরোধী দলগুলো এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ইতালিও। এ জন্য জর্জিয়া মেলোনির সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছে। তবে জার্মানি এমন উদ্যোগ নিতে পারবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।

কোন মডেলটি জার্মানি বেছে নিতে পারে, সে বিষয়ে এখনই কিছু বলছেন না শলৎস। আপাতত সব কিছু ‘সতর্কভাবে’ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

নিডারজাক্সেন রাজ্যের প্রধান স্টেফান ভাইল শলৎসের দল এসপিডির সদস্য। অন্য একটি দেশে আশ্রয়প্রার্থীদের পাঠানো নিয়ে তিনিও সন্দিহান। বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশ্ন তোলা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। যারা ধারণা করছেন, এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসবে, তাদের সাবধান করেন স্টেফান ভাইল।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

সকল