রুশ নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে পরিবারের সাথে ১০ শিশু ফিরেছে ইউক্রেনে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২৪, ২৩:২৭
রুশ সামরিক অভিযানের সময় ১০ ইউক্রেনীয় শিশু ও তাদের পরিবারকে তাদের দখলে রাখার পর, তাদেরকে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রিত ভূখন্ডে ফিরিয়ে দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার কিয়েভ জানিয়েছে।
মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের অংশ থেকে প্রায় ২০ হাজার শিশুকে অপহরণ করার অভিযোগ করেছে কিয়েভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পরে এরকম আরো অনেক পরিবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেছে।
অধিকার ন্যায়পাল দিমিত্রো লুবিনেটস বলেন, এসব শিশু ও তাদের পরিবার দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলে বাস করছিল। ২০২২ সালের শেষের দিকে, ক্রেমলিন লুগানস্কের পূর্বাঞ্চলীয় অঞ্চলের সাথে ওই অঞ্চলগুলিকে সংযুক্ত করার দাবি করে। সূত্র : এএফপি/বাসস