১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শর্ত মেনে নিলে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া!

শর্ত মেনে নিলে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া! - ফাইল ছবি

ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে যাবে কি রাশিয়া? সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি। কিন্তু তার জন্য ইউক্রেনকে মানতে হবে কিছু শর্ত!

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বক্তৃতায় পুতিন বলেছেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করব আমরা।’ তবে পুতিন এ-ও জানিয়েছেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট আরো দাবি করেছেন, চারটি অধিকৃত অঞ্চল থেকে সেনাবাহিনী সরাতে হবে ইউক্রেনকে।

পুতিনের দাবি এখানেই শেষ নয়। তার কথায়, ইউক্রেনকে সামরিক শক্তির ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে। পাশাপাশি, সে দেশে রাশিয়ানদের স্বার্থরক্ষার বিষয়টিও দেখতে হবে। তিনি মনে করেন, এই সব বিষয় ‘মৌলিক আন্তর্জাতিক চুক্তি’র অংশ হওয়া উচিত। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন পুতিন।

পুতিনের এই মন্তব্য এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন বিশ্বনেতারা ইটালিতে জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন। এ দিকে, ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইৎজারল্যান্ড এই সপ্তাহের শেষে বিশ্বনেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এমন কোনো বৈঠকে তারা অংশ নেবে না।

কিয়েভের নেটোয় অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া। প্রথম থেকেই তারা ইউক্রেনের ন্যাটোয় যোগ দেয়ার বিরুদ্ধে। এবার পুতিন সরাসরি ন্যাটো নিয়ে কিয়েভকে শর্ত বেঁধে দিলো বলেই খবর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সকল