ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : ন্যাটো প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৪, ১৫:১৬, আপডেট: ০৭ জুন ২০২৪, ১৫:৪২
ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার এখানে বলেছেন, ‘ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই।’
ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কিভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি তার ওপর গুরুত্ব দিচ্ছি।’
এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে স্টাবও বলেন, ‘ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই।’
তিনি আরো বলেন, ‘ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।’
ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরো উল্লেখ করেন, ‘রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না। এমনকি সঙ্ঘাত শেষ হওয়ার পরেও না।’
সূত্র : বাসস/সিনহুয়া