অস্ত্র মেলায় ইসরাইলি কোম্পানিগুলোকে নিষিদ্ধ করলো ফ্রান্স
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২৪, ১৭:৫৪
আগামী মাসে প্যারিসের নিকটবর্তী ভিলেপিন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইউরোসেটরি অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী। সেখানে ইসরাইলি সংস্থাগুলোকে নিষিদ্ধ করেছে ফ্রান্স।
শুক্রবার (৩১ মে) মেলার আয়োজক ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজকদের এক মুখপাত্র বলেছেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্তে ইউরোসেটরি ২০২৪ অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী মেলায় এবার ইসরাইলি কোম্পানিগুলো থাকছে না।’
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসরাইলকে রাফা অভিযান বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা অভিযান বন্ধ করেনি। সেজন্য ইসরাইলি কোম্পানিগুলোকে এই মেলায় নিষিদ্ধ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, তিনি একটি ইসরাইলি বিমান হামলার জন্য ক্ষুব্ধ। এর মাধ্যমে ইসরাইল রাফার একটি শরণার্থী শিবিরে অগ্নি সংযোজন করে। ফলে ৪৫ জন ফিলিস্তিনি জীবন্ত পুড়ে নিহত হয়। এতে বিশ্ব নেতাদের ক্ষোভ সৃষ্টি হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর