১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাত, বলছে সেনাবাহিনী

- ছবি : ভয়েস অব আমেরিকা

ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছে, শুক্রবার ক্রাসনোদার অঞ্চলের কাভকাজ বন্দরের একটি তেল টার্মিনালে ইউক্রেনের নৌ-বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলায় ক্ষয়ক্ষতি যাচাই করার কাজ করার সময় সামরিক বাহিনী ঘটনাস্থলে বিস্ফোরণের খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ক্রাসনোদার অঞ্চলের আরেকটি তেলের ডিপোতেও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘রাশিয়ার আধুনিক ও কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারো আমাদের ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন ব্যবস্থার বিরুদ্ধে শক্তিহীন প্রমাণিত হয়েছে এবং রাশিয়ার সেনাবাহিনীর উপকরণ ও সরবরাহের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রাসনোদার লক্ষ্য করে চালানো পাঁচটি ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন ধ্বংস করেছে।

স্থানীয় রুশ কর্মকর্তারা জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেমরিউক জেলার একটি তেলের ডিপোতে আগুন লেগে জ্বালানি ভর্তি বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’জন আহত হয়েছেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement