গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা আর সমর্থনযোগ্য নয় : ইতালি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৪, ১৬:৪৪
গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা আর সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো। সোমবার (২৭ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রসেটো বলেছেন, ফিলিস্তিনি জনগণ একটি ক্রমবর্ধমান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেখানের নিরীহ পুরুষ, নারী ও শিশুদের অধিকারের কথা বিবেচনাই করা হচ্ছে না। অথচ তাদের সাথে নেই হামাসের কোনো সম্পর্ক। সেজন্য ইসরাইলের নির্বিচারে হামলা ন্যায়সঙ্গত হতে পারে না।
এ সময় তিনি হতাশার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও মন্তব্য করেছেন।
ক্রসেটো বলেন, ইতালি গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ইসরাইলের প্রতি নীতিগতভাবে সংহতি প্রকাশ করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতির বিবেচনায় হামাস ও ফিলিস্তিনি জনগণের মাঝে ভিন্নভাবে চিন্তা করতে হবে। তাই ফিলিস্তিনিদের প্রতি নির্বিচারে হামলা মেনে নেয়া যায় না।
শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি রোমে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার সাথে দেখা করেন। যুদ্ধবিরতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং হামাসকে ইসরাইলি বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানান।
সূত্র : আল জাজিরা