পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ মে ২০২৪, ১৬:৫৫
আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে। মঙ্গলবার (২১ মে) এমন ঘোষণা দেয় ইউরোপীয় দেশটি।
আনাদোলু খবরে বলা হয়েছে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেফতারের পরোয়ানা জারি করে, তাহলে নরওয়েতে এলে তাদের গ্রেফতারে বাধ্য থাকব আমরা।
এ সময় আইসিসির সকল সদস্য এমন কাজই করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইসিসির প্রসিকিউটর জেনারেল করিম খান সোমবার ঘোষণা করেছেন যে তিনি নেতানিয়াহু ও হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মাদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন। তাদের বিরুদ্ধে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করে প্রমাণ পেশ করেছেন। তার উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে কার বিরুদ্ধে শেষ পর্যন্ত পরোয়ানা জারি করা হবে, সেটি নির্ধারণের জন্য তিন সদস্যের একটি বোর্ড গঠন করেছে আইসিসি।
সূত্র : আনাদোলু এজেন্সি