১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেকারণে এখনই খারকিভ দখলের পরিকল্পনা নেই পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - ছবি : আনাদোলু এজেন্সি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এখন ইউক্রেনের খারকিভ অঞ্চল দখলের পরিকল্পনা নেই। তবে সেখানে অভিযানের মূল লক্ষ্য হলো একটি বাফার জোন প্রতিষ্ঠা, যেন ইউক্রেন আর রাশিয়ার ভূখন্ডে হামলা করতে না পারে।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রচারিত চীনা শহর খারবিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘এই মুহূর্তে উত্তর-পূর্ব ইউক্রেনের প্রশাসনিক কেন্দ্র খারকিভ দখল করার কোনো পরিকল্পনা নেই। তবে খারকিভে যা ঘটছে, সেটিও ইউক্রেনীয় কর্তৃপক্ষের কর্মদোষেই ঘটছে। তারা বেলগোরোডসহ সীমান্ত অঞ্চলের আবাসিক এলাকায় গোলা বর্ষণ করছে। এতে বেসামরিক মানুষ সেখানে মারা যাচ্ছে। তারা শহরের কেন্দ্রস্থলে, আবাসিক এলাকায় হামলা চালায়। আমি প্রকাশ্যে বলেছি যে এটি চলতে থাকলে আমাদের একটি নিরাপত্তা অঞ্চল ও একটি স্যানিটারি জোন স্থাপন করতে হবে। আমরা সেটাই করছি।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভ অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন। সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তার সামরিক প্রধানদের সাথে দেখা করেছেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement