১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

- ছবি : ভয়েস অব আমেরিকা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৫টি দেশ শরণার্থী বা বিদেশী নাগরিকদের আশ্রয়দান নীতিকে আরো কঠোর করার দাবি তুলেছে যাতে সমুদ্রে উদ্ধারকৃত ব্যক্তিসহ অনথিভুক্ত অভিবাসন-প্রত্যাশীদের তৃতীয় দেশগুলোতে স্থানান্তর করা সহজ হয়।

ইউরোপীয় সংসদ নির্বাচনের এক মাসেরও কম সময় আগে ইউরোপীয় কমিশনকে এক চিঠিতে এই দাবি পাঠানো হয়েছে যা বৃহস্পতিবার সংগ্রহ করেছে এএফপি। অতি-ডানপন্থী অভিবাসন-বিরোধী দলগুলো এতে লাভবান হবে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী শাখাকে ‘ইউরোপে অনিয়মিত অভিবাসন রুখতে নতুন পন্থা ও সমাধান সূত্রের প্রস্তাব দিতে আবেদন করা হয়েছে এই চিঠিতে।

এই গোষ্ঠীর মধ্যে রয়েছে ইতালি ও গ্রিস। ইউরোপীয় ইউনিয়নে পৌঁছতে বিপুল সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই দেশগুলোতে হাজির হন।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) বক্তব্য অনুযায়ী, অনেকে দারিদ্র্য, যুদ্ধ বা নির্যাতন থেকে বাঁচতে পালানোর পথ বেছে নেন।

এই দেশগুলো চায়, সম্প্রতি গৃহীত আশ্রয় চুক্তিকে আরো কঠোর করুক ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশ নিয়ে গঠিত এই ব্লকে আশ্রয়প্রার্থীদের ওপর আরো কড়া নিয়ন্ত্রণ-নীতি চালু করা হয়েছে এই চুক্তিতে।

যে সংস্কারগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে নথি ছাড়া আসা ব্যক্তিদের দ্রুত যাচাই, সীমান্তে নতুন আটক কেন্দ্র স্থাপন ও প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের দ্রুত নির্বাসন।

তারা বলেছে, সুরক্ষার আবেদন করা আশ্রয়প্রার্থীদের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করার সময় তাদের তৃতীয় দেশগুলোতে পাঠানো সহজতর করা উচিত। ইউরোপীয় ইউনিয়ন বহির্ভুত দেশ আলবেনিয়ার সাথে ইতালির বিতর্কিত চুক্তির প্রসঙ্গ উল্লেখ করেছে তারা।

প্রসঙ্গত, ওই চুক্তি অনুযায়ী, ইতালির সমুদ্র থেকে উদ্ধারকৃত হাজার হাজার আশ্রয়প্রার্থীকে রোম এই বলকান দেশের অস্থায়ী শিবিরে পাঠাতে পারে।

তারা আরো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় নীতিতে বর্ণিত নিরাপদ তৃতীয় দেশের ধারণাকে পূনর্মূল্যায়ন করা উচিত।

ইইউ আইনে বলা হয়েছে, ব্লকে আসা নথিপত্রবিহীন ব্যক্তিদের তৃতীয় কোনো দেশে পাঠানো যেতে পারে যেখানে তারা আশ্রয়ের অনুরোধ করতে পারে। যতক্ষণ পর্যন্ত সেই দেশটি নিরাপদ বলে বিবেচিত হয় এবং আবেদনকারীর সাথে ওই দেশের প্রকৃত যোগসূত্র থাকে।

যুক্তরাজ্যের (বর্তমানে এই দেশ ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে এসেছে) পাশ করা বিভাজনমূলক আইনের মতো প্রকল্পগুলোকে বাদ দেয়া হবে। যুক্তরাজ্যের ওই আইন মোতাবেক, সকল অনিয়মিত আগত ব্যক্তিদের আশ্রয়ের অনুরোধ সংক্রান্ত অধিকার প্রত্যাখ্যান করতে পারে লন্ডন এবং তাদের রুয়ান্ডায় প্রেরণ করতে পারে।

১৫টি দেশ বলেছে, অভিবাসনের প্রধান পথসহ তৃতীয় দেশগুলোর সাথে চুক্তি সম্পন্ন করুক ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি, ২০১৬ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় সে দেশের শরণার্থীদের তুরস্কে আশ্রয় দিতে যে ধরনের বন্দোবস্ত করেছিল তারা, সেই উদাহরণের উল্লেখ করা হয়েছে।

এই চিঠিতে স্বাক্ষর করেছে অস্ট্রিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, এস্তোনিয়া, গ্রিস, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

সকল