১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়া ও চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে

রাশিয়া ও চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে - প্রতীকী ছবি

জার্মানিতে ২০২৩ সালে বিদেশী অপরাধীদের দ্বারা সাইবার অপরাধ আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালে এই সংখ্যা তার আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছিল।

সোমবার এ তথ্য জানিয়েছে জার্মানির ডিজিটাল অর্থনীতি কোম্পানিগুলোর সংগঠন বিটকম।

গত দুই বছরে রাশিয়ার দিক থেকে সাইবার হামলা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বিটকমের প্রধান নির্বাহী ব্যার্নহার্ড রোলেন্ডার জার্মানির জেডডিএফ টিভিকে বলেন, গত দুই বছরে চীনের দিক থেকে সাইবার হামলা বেড়েছে ৫০ শতাংশ।

তিনি বলেন, হামলার শিকার ৮০ ভাগ কোম্পানি তথ্য চুরি, গুপ্তচরবৃত্তি কিংবা নাশকতার শিকার হয়েছে।

সাইবার অপরাধের কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ১৪৮ বিলিয়ন ইউরো বলে জানান রোলেন্ডার।

তিনি বলেন, বেশিভাগ হামলার জন্য দায়ী বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী বা বিদেশী গোয়েন্দা সংস্থা।

‘কেউ শুধু টাকা চায়,’ মন্তব্য করে তিনি যোগ করেন, বাকিরা জ্বালানি সরবরাহ, পরিবহন বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ক্ষতি করতে চায়।

‘এছাড়া অল্প কিছু ঘটনা আছে যেসব ক্ষেত্রে দেখা গেছে, একজন ব্যক্তি শুধু আনন্দের জন্য কাজটি করছেন,’ বলেন রোলেন্ডার।

এ মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির প্রতিরক্ষা ও এয়ারোস্পেস কোম্পানি এবং চ্যান্সেলর ওলাফ শলৎসের এসপিডি দলের সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ করেছিল জার্মানি। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এসব হামলা করে বলে জানান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা।

সোমবার বিটকমের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হুমকির মাত্রা উঁচুতেই থাকছে।’

সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল