১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন - ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগুকে ওই পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিব করার প্রস্তাব করেছেন। পঞ্চম দফায় দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভা পুনঃগঠনের অংশ হিসেবে তিনি এই প্রস্তাব করেন।

পুতিন প্রতিরক্ষামন্ত্রী পদে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন। সাবেক এই উপ-প্রধানমন্ত্রী অর্থনীতিতে বিশেষজ্ঞ।

রুশ আইন অনুযায়ী, পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে।

বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে।
শুইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী নিযক্ত করা হয়েছিল। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া।

শুইগুর ডেপুটি তিমুর ইভানভকে ঘুষ গ্রহণের দায়ে গত মাসে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। শুইগুর সাথে সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে তার এই পতন ঘটে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, পুতিন ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদটি কোনো বেসামরিক লোকের হাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'নতুন নতুন উদ্ভাবন এবং অত্যাধুনিক ধ্যান-ধারণা প্রয়োজন।' আর বেলোসভ সাম্প্রতিক সময় পর্যন্ত উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি ওই পদের জন্য একেবারে উপযুক্ত।

পুতিন গত মার্চে ৮৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement