১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি

কিয়েভের এক গির্জায় অর্থোডক্স ক্রিস্টিয়ানরা মোমবাতি জ্বালিয়ে ইস্টার কার্যক্রম শুরু করছেন - ছবি : ভয়েস অব আমেরিকা

ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়া রোববার নতুন সাফল্যের দাবি করেছে, যখন ইউক্রেন টানা তৃতীয় বছর যুদ্ধের মাঝে অর্থোডক্স ক্রিস্টিয়ান ধর্মের গুরুত্বপূর্ণ ইস্টার উৎসব পালন করছে।

কর্তৃপক্ষ বলছে, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের ওখেরেটিন গ্রাম দখল করেছে, যা বেশ কিছু দিন ধরে তাদের লক্ষ্যবস্তু ছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা ড্রোন ফুটেজে দেখা গেছে, গ্রামটি যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত এবং কোনো ভবনই লড়াইয়ের হাত থেকে রেহায় পায়নি। রাস্তায় কোনো লোক দেখা ছিল না।

ইউক্রেনের বিমান বাহিনী রোববার জানায়, রাশিয়া ২৪টি ‘শাহেদ’ ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ২৩টি ভূপাতিত করা হয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর জানান, একটি শিশুসহ ছয়জন ড্রোন হামলায় আহত হয়েছে। রোববার খারখিভ শহরে বিমান হামলায় আরো ১০ জন আহত হয়।

তিনি বলেন, শহরের ওপর জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়।

পাশের নিপ্র অঞ্চলের বাড়িঘরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরলে আগুন ধরে যায়। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিয়েভে কর্তৃপক্ষ লোকজনকে নিরাপত্তার স্বার্থে অর্থোডক্স ইস্টারের ধর্মীয় কার্যক্রমে অনলাইনে যোগ দেয়ার আহ্বান জানায়।

কিয়েভ নগরের প্রশাসক সেরহি পপকো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘উৎসবের এমন মহান দিনেও আগ্রাসীরা অশুভ কাজ করতে পারে।’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের জনগণকে ‘একটি অভিন্ন প্রার্থনার মাঝে ঐক্যবদ্ধ’ হবার আহ্বান জানান।

কিয়েভের সেইন্ট সোফিয়া ক্যাথেড্রালে রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঈশ্বরের কাঁধে ইউক্রেনীয় পতাকার সামরিক ব্যাজ আছে।’

জেলেনস্কি বলেন, ‘এমন একজন মিত্র যখন আছে, তখন জীবন নিশ্চয়ই মৃত্যুর বিরুদ্ধে জয়ী হবে।’

ইউক্রেনের সংখ্যাগোরিষ্ঠ জনগোষ্ঠী অর্থোডক্স ক্রিস্টিয়ান ধর্মের অনুসারী, যদিও তারা বিভক্ত। অনেকেই স্বতন্ত্র অর্থোডক্স চার্চ অফ ইউক্রেনের অনুসারী। তাদের প্রতিপক্ষ, ইউক্রেনিয়ান অর্থোডক্স চার্চ মস্কোর প্রধান ধর্মযাজকের প্রতি অনুগত ছিল, কিন্তু ২০২২ সালে রাশিয়ার হামলার পর তারা রুশ চার্চ থেকে বিচ্ছিন্ন হয়। অনেক ইউক্রেনীয় তাদের সন্দেহের চোখে দেখে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রাতে অন্য প্রার্থনাকারীর সাথে মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে ইস্টার প্রার্থনায় যোগ দেন। রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্ট্রিয়ারখ কিরিল নৈশকালীন প্রার্থনা পরিচালনা করেন।

পূর্ব ইউরোপের অর্থোডক্স ক্রিস্টিয়ানরা সাধারণত ক্যাথলিক বা প্রটেস্টান্টদের পরে ইস্টার উদযাপন করেন, কারণ তারা ক্রুসিফিকশনের পর জিশু ক্রিস্টের পুনরুজ্জীবনের তারিখ ভিন্নভাবে গণনা করেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement