১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র - ফাইল ছবি

যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছিল, কিয়েভ সেগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হলো এই অস্ত্র। চলতি মাসে সেগুলো ইউক্রেনে পৌঁছে।

মার্কিন মিডিয়ার খবরে বলা হয়, অধিকৃত ক্রিমিয়ায় রুশ টার্গেটে আঘাত হানতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

বাইডেন এখন ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের নতুন প্যাকেজে সই করেছেন।

যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। তবে ফেব্রুয়ারিতে বাইডেন গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিলেন। এগুলো ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে পারে।

ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! পু

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে এ কথা জানানো হয়েছে। মস্কোর সামরিক আদালতে তার বিচারও শুরু হয়েছে বলে ওই বিবৃতি জানাচ্ছে। রাশিয়ার আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

রুশ দুর্নীতিদমন বিভাগ (এসিএফ)-এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক পরিকাঠামো নির্মাণ-সংক্রান্ত বরাত বণ্টনের ক্ষেত্রে ঘুষ নেয়ার অভিযোগেই ইভানভের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী এলাকা এবং দখলিকৃত অঞ্চলে সামরিক পরিকাঠামো নির্মাণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পুতিনের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এই নেতা। মঙ্গলবার গভীর রাতে রুশ গোয়েন্দা বিভাগ ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি) তাকে গ্রেফতার করে।

২০১৬ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রকে ইভানভকে এনেছিলেন পুতিন। ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রধান সহকারীর ভূমিকায় ছিলেন তিনি। কয়েকটি পাশ্চাত্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২২ সালে ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোল দখলের পরে সেখানে সামরিক পরিকাঠামো নির্মাণে বিপুল লগ্নি করেছিল রাশিয়া। ওই সময় ইভানভ ঘুষের বিনিময়ে বাছাই করা কয়েকটি সংস্থাকে বরাদ্দ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।
সূত্র : বিবিসি এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল