১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি স্পেনের

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। - ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। এ সময় তিনি রাফায় ইসরাইলি আক্রমণের ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করেন।

সোমবার (২২ এপ্রিল) আল জাজিরার খবরে বলা হয়, ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে অ্যালবারেস আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাসীন না থাকার আহ্বান জানিয়েছে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভিত্তিক যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নেয়ারও তাকিদ দেন।

আলবারেস বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার অবসানের জন্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি জরুরি।

তিনি সতর্ক করে বলেন, লেবাননে সঙ্ঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা আমাদের উদ্বিগ্ন করে। কারণ এর মাত্রা পরিবর্তিত হবে। এমনিতেই লেবানন একটি ভঙ্গুর এবং উত্তেজনাপূর্ণ রাষ্ট্র। এতে সঙ্ঘাতের মাত্রা বৃদ্ধি করা ভালো পরিণতি বয়ে আনবে না।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement