রাশিয়ায় কনসার্টে হামলা : লোকজনকে বাঁচিয়ে পুরস্কৃত মুসলিম কিশোর
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৯:২৭
রাশিয়ার মস্কোর কনসার্টে হামলার সময় কয়েক ডজন মানুষের জীবন বাঁচিয়ে ইসলাম খলিলভ নামে এক মুসলিম কিশোর পুরস্কৃত হয়েছেন।
শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর বয়সী ইসলাম খলিলভ গত সপ্তাহে মস্কো অঞ্চলের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার সময় কয়েক ডজন মানুষের জীবন রক্ষা করেছিলেন। এজন্য মঙ্গলবার রাশিয়ান ফেডারেশনের মুসলমানদের ধর্মীয় প্রশাসন এবং রাশিয়ার মুফতিদের কাউন্সিলের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।
আনাদোলু এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খলিলভকে মস্কো ক্যাথিড্রাল মসজিদে জুমার নামাজের আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার সাহসিকতার জন্য রাশিয়ার মুসলমানদের সেবার জন্য পদক প্রদান করা হয়েছিল।
পদক তুলে দেন রাশিয়ার ধর্মীয় সমিতির চেয়ারম্যান রাভিল গায়নুদ্দিন।
পদক তুলে দেয়ার সময় রাভিল গায়নুদ্দিন বলেছিলেন, আমি জানি যে- যা ঘটেছে তা সারাজীবন আপনার হৃদয়ে ক্ষত হয়ে থাকবে। একই সাথে আপনি যা করেছেন তাও আপনার স্মৃতিতে থাকবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সমগ্র সমাজের স্মৃতিতে রয়েছে।’
খলিলভ যখন ঘেরাও করা কনসার্ট হল থেকে প্রচুর লোককে ছুটাছুটি করতে দেখেন, তখন তিনি দরজা খুলে দেন এবং বের হওয়ার দিকনির্দেশনা দেন।
গত ২২ মার্চ মস্কো অঞ্চলের একটি শহর ক্রাসনোগর্স্কের প্লেহাউসে বন্দুকধারীরা লোকজনের ওপর গুলি চালায়।
এ হামলায় অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন, সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে চারজনের বিরুদ্ধে।
সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা