১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ৪০টি গাড়ি ক্ষতিগ্রস্ত

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ৪০টি গাড়ি ক্ষতিগ্রস্ত - সংগৃহীত

জার্মানির রাজ্য বাভারিয়ার উচ্চগতির একটি হাইওয়ে বা অটোবানে একাধিক দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। পরপর কয়েকটি দুর্ঘটনা হওয়ায় গাড়ির উপর গাড়ি উঠে ব্যাপক যানজট ও বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়।

রোববার দুপুরের এই দুর্ঘটনার পর অটোবান এথ্রি-তে এসে পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার। উদ্ধারকর্মী ও পুলিশের কাজে সহায়তার জন্য সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়।

ভ্যুর্ৎসবুর্গ শহরের পাশের এই উচ্চগতির সড়কে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে প্রায় ৪০টি গাড়ি সরাসরি একে অপরের সাথে ধাক্কা খায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্য বাভারিয়ান রেড ক্রস সংস্থাটির মতে, ৩১ জন আহত, আরো চারজনের অবস্থা গুরুতর।

যেভাবে হলো এই দুর্ঘটনা
তিনটি পৃথক দুর্ঘটনা একই সাথে ঘটার কারণেই এই অটোবানটি বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র বলেন, প্রথমে সংঘর্ষ হয় কয়েকটি গাড়ির, তারপরেই সেই একই জায়গায় একের পর এক গাড়ি ধাক্কা খেতে থাকলে পরিস্থিতি সামলাতে বন্ধ রাখতে হয় উচ্চগতির এই সড়ক।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে যখন ধাক্কা খাওয়া গাড়ির মধ্যে তিনটিতে আগুন লেগে যায়। তার ঠিক ৩০ মিনিট পরেই তৃতীয় দুর্ঘটনা। সেখানে আরো কয়েকটি গাড়ি এসে থেমে থাকা গাড়িগুলোর গায়ে ধাক্কা খেতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রেড ক্রস জানায় যে- বেশ বড় আকারেই উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনাস্থল ও আশপাশের বন্ধ সড়কের ছবিও পোস্ট করেন তারা। তিনটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স আসার কথাও জানায় রেড ক্রস।

বিভিন্ন উদ্ধারকারী সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে আটকে পড়া আরো ৩০ জনের দেখাশোনা করছেন।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল