০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

আপনাকে দেখে খুব ভালো লাগছে : কিমকে বললেন পুতিন

কিম জং উনের সাথে করমর্দন করছেন ভ্লাদিমির পুতিন - ছবি - আল-জাজিরা

রাশিয়ার সুদূর-পূর্ব আমুর অঞ্চলের ভোসতোচনি কসমোড্রোম রকেট ও মহাকাশ কেন্দ্রে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে মহাকাশ কেন্দ্রের প্রবেশপথে কিমকে স্বাগত জানাতে চলে আসেন পুতিন। দু’জন করমর্দন করেন।

এসময় উচ্ছ্বসিত ভ্লাদিমির পুতিন কিম জং উনকে বলেন, ‘আপনাকে দেখে খুব ভালো লাগছে।’

এত ব্যস্ততার মধ্যেও এই উষ্ণ অভ্যর্থনার জন্য পুতিনকে ধন্যবাদ জানান কিমের অনুবাদক।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুই নেতা কসমোড্রোম রকেট ও মহাকাশ কেন্দ্রে পরিদর্শন করার পর বৈঠকে বসেন।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement