১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মস্কোতে অফিস টাওয়ারে ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত


রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মঙ্গলবার মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন টেলিগ্রামে বলেন, ‘মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘হতাহতের কোন তথ্য নেই,’ জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।

রাশিয়া বলেছে, রোববার রাজধানীকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালাতে গেলে সেগুলোকে ভূপাতিত করেছে। এসব ড্রোন মস্কো-শহরের দু’টি অফিস টাওয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে একটি বাণিজ্যিক উন্নয়ন ভবনও রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইউক্রেনকে মস্কোর ওপর হামলার জন্য দায়ী করে বলেছে, মস্কো অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।’

‘আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো-শহরের অনাবাসিক ভবনে বিধস্ত হয়েছিল।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে ড্রোন হামলার পরপরই, মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

‘ভনুকোভো সাময়িকভাবে আগমন এবং প্রস্থানের জন্য বন্ধ ছিল। বিমানগুলোকে বিকল্প বিমানবন্দর ব্যবহার করতে নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম ফরিদপুর-১ আসনে বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার মুশফিকের পথে হাঁটছেন নান্নু, হচ্ছেন কঠোর আর ইসরাইলে যাবে না ফিলিস্তিনি কর্মীরা বিএনপি মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড করেছে : ওবায়দুল কাদের আবাসিক হলে রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু! সাগরে ডুবুচরে আটকাপড়া পর্যটকবাহী জাহাজের সেই যাত্রীদের উদ্ধার নির্মাণে ক্রটি প্লাটফর্ম ঘঁষতে ঘঁষতে চললো ট্রেন মুশফিকের বন্ধু পরিচয়ে প্রতারণায় আশরাফুলের ২ বছরের কারাদণ্ড মনোনয়ন ফিরে পেলেন সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ সাফায়েত, লড়বেন বোনের সাথে পেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিবি প্রধানের

সকল