১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

কোরআন পোড়ানোর নিন্দা জানাল এবার খোদ সুইডেন

কোরআন পোড়ানোর নিন্দা জানাল এবার খোদ সুইডেন - ছবি : সংগৃহীত

সুইডেন সরকার ওই দেশের প্রধান মসজিদের বাইরে কোরআন পোড়ানোর নিন্দা করে বলেছে, এটি ‌'ইসলামফোবিক' কাজ। ভবিষ্যতে পবিত্র কোরআনের সকল ধরনের অবমাননা প্রতিরোধ করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আহ্বান জানানোর পর সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, 'সুইডিশ সরকার সুইডেনের বিক্ষোভের সময় ব্যক্তিবিশেষের ইসলামফোবিক কাজ যে মুসলিমদের প্রতি আক্রমণাত্মক হতে পারে তা পুরোপুরি উপলব্ধি করে।'

এতে আরো বলা হয়, 'আমরা কঠোরভাবে এসব কাজের নিন্দা করি। এসব কাজ কোনোভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না।'

এর আগে ৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি জেন্দায় মিলিত হয়ে সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা করে।

উল্লেখ্য, ঈদুল আজহার দিন সালওয়ান মমিকা (৩৭) নামে ইরাক প্রবাসী এক ব্যক্তি স্টকহোমের প্রধান মসজিদের বাইরে পবিত্র কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে এবং পরে সেগুলোতে আগুন দেয়। পুলিশ তাকে এই কাজ করার অনুমতি দিয়েছিল। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

ওআইসি সদস্যরা কোরআন অবমাননা যাতে আর না ঘটে সেজন্য ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এই প্রেক্ষাপটে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'কোরআন বা অন্য যেকোনো পবিত্র গ্রন্থ পোড়ানো আক্রমণাত্মক ও অসম্মানজনক কাজ। এটি পুরোপুরি উস্কানিমূলক। সুইডেন বা ইউরোপে বর্ণবাদ, বিদেশীভীতি, বা অসহিষ্ণুতা-সম্পর্কিত কোনো কাজের স্থান নেই।'

তবে বিবৃতিতে আরো বলা হয়, সুইডেনে 'সমাবেশ করা, মতপ্রকাশ করা ও নিন্দা করার স্বাধীনতা সাংবিধানিকভাবে সুরক্ষিত।'
সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
১২ ঘণ্টার চেষ্টায় কুতুবদিয়ায় এলপিজি জাহাজের আগুন নিয়ন্ত্রণে লেবাননকে পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের সরকারে বদল হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি : গয়েশ্বর ৭ অক্টোবর হামলা : হিজবুল্লাহ-ইরানকে সাথে চেয়েছিল হামাস চাইলেই কি আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব? ইউক্রেনীয় বাহিনী কুরস্কে’র ‘লাইন ধরে রেখেছে’ : জেলেনস্কি হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শেবাচিমের আগুন মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬ রোনালদোর তিনে পর্তুগালের তিন

সকল