১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ড ভূখণ্ডে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি : সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ড ভূখণ্ডে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রজেসজোতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০কি.মি. (৬২ মাইল) দূরে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট বিমানে করে ওই শহরে গেছেন।

পোল্যান্ডের ওই অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনাদের সাথে দেখা করার জন্য জো বাইডেন সেখানে গেছেন। এছাড়া তিনি বিভিন্ন (পশ্চিমা) বেসরকারি সংস্থার (এনজিও) সাথেও বৈঠক করবেন। এসব এনজিও মূলত ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তা করে থাকে।

সম্প্রতি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর জরুরি ভিত্তিতে দ্বিতীয় দফায় ইউরোপ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রাসেলসে ন্যাটো ও জি-৭ সভায় অংশ নেয়ার পর তিনি এ পোল্যান্ড সফরে যান।

সূত্র : আল-জাজিরা, সিএনবিসি


আরো সংবাদ



premium cement