১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত ৩৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রাশিয়া - ছবি : সংগৃহীত

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা ও বিবিসি।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাংশের লভিভ প্রশাসনিক অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা করেছে রাশিয়া। এ সামরিক ঘাঁটিটি পোলিশ সীমান্তের কাছে ইয়াভোরিভ শহরের কাছে অবস্থিত।

লভিভ প্রশাসনিক অঞ্চলের গভর্নর বলেছেন, পোলিশ সীমান্তের কাছে এক সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এ ভয়াবহ হামলায় ৩৫ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরো ১৩৪ ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার অসংখ্য পদাতিক সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য কিয়েভবাসীরা পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছেন। রুশ সেনারা এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২৫কি.মি. দূরে অবস্থান করছে।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা ইউক্রেনের অস্ত্র গুদামে হামলা চালাবেন তারা।

সূত্র : আল-জাজিরা ও বিবিসি


আরো সংবাদ



premium cement