১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


নিজ আকাশসীমার কাছে ৪১ বিদেশী বিমান শনাক্ত রাশিয়ার

একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করতে বাধ্য হয় -

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির রাডার স্টেশনগুলো রাশিয়ার আকাশসীমার কাছে ৩৩টি বিদেশী সামরিক-গোয়েন্দা বিমান ও আটটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় বলেছে, এসব বিমান শনাক্ত করার একটি ঘটনায় রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করতে বাধ্য হয়।

গত শুক্রবার এ ঘটনাটি ঘটে যেখানে নরওয়ে বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমানকে শনাক্ত করার পর সেটির গতিবিধি নজরে রাখতে রাশিয়ার মিগ-৩১ বিমান আকাশে ওড়ে। রুশ জঙ্গিবিমানটি ব্যারেন্টস সাগরের আকাশে নরওয়ের বিমানটির মুখোমুখি হয় এবং এটিকে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সাথে এস্তোনিয়া সরকারের এই অভিযোগ নাকচ করে দিয়েছে যে, রাশিয়ার একটি ইলিউশিন ইল-৭৬ বিমান গত বুধবার ওই দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি ইল-৭৬ বিমান কালিনিনগ্রাদ অঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এস্তোনিয়ার সাথে পূর্ব সমঝোতার ভিত্তিতে নির্ধারিত গতিপথে টহল দেয়। এখানে আন্তর্জাতিক আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানিয়েছে মস্কো।

গতকাল এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, রাশিয়ার একটি ইল-৭৬ বিমান ভয়ঙ্করভাবে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ! বিবাহবিচ্ছেদের পথে জেনিফার-বেন!

সকল